২০২১ সালে স্যামসাং তিনটি ফোল্ডেবল ডিভাইস আনবে এটি বেশ আগে থেকেই শোনা যাচ্ছিলো। তবে এবার ইউবিআই রিসার্চের ওএলইডি গবেষণায় একই দাবি করা হয়েছে। খবর জিএসএম এরিনা।
দ্রুতই জনপ্রিয়তা পাওয়া বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে নতুন বছরে গ্যালাক্সি জেড ফোল্ড৩, জেড ফোল্ড লাইট এবং জেড ফ্লিপ২ উন্মোচন করবে স্যামসাং। এই লক্ষে তারা ২০২১ সালে নোট সিরিজের নতুন কোনো ফোন উন্মোচন করবে না।
নতুন তিন ডিভাইসে পরবর্তী প্রজন্মের আল্ট্রা থিন গ্লাস (ইউটিজি) ফোল্ডেবল ডিসপ্লে এবং ব্যাটারি সাশ্রয়ে এলটিপিও প্রযুক্তি ব্যবহার করা হবে। জেড ফোল্ড৩ ফোনটির বিশেষত্ব থাকছে এর আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা। ডিভাইসটি এস পেন সমর্থন করবে।