আবারো দারুন সব মোবাইল নিয়ে বাজারে ফিরে আসছে মোটোরোলা। এবার তারা বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করল তাদের নতুন ডিভাইস মোটোরোলা মোটো জি৮ পাওয়ার লাইট। তো চলুন জেনে নেয়া যাক মোবাইলটি সম্পর্কে।
প্রথমে মোবাইলটির বিল্ড কোয়ালিটি ও ডিজাইন নিয়ে কথা বলা যাক।মোবাইলটি তৈরি করা হয়েছে প্লাস্টিক ফ্রেমে যার পিছনে দিকে ব্যবহার করা হয়েছে গ্লাস।মোবাইলটির বডি ডাইমেনশন ১৬৪.৯*৭৫.৮*৯.২ মিলি মিটার।মোবাইলটির ওজন মাত্র ২০০গ্রাম।এতে সিঙ্গেল এবং ডুয়েল উভয় সিমের ভেরিয়েন্ট রাখা হয়েছে।
মোবাইলটি তে ডিসপ্লে হিসেবে দেয়া হয়েছে ৬.৫ইঞ্চির আইওপিএস এলসিডি ডিসপ্লে। ডিসপ্লে টির রেজুলেশন ৭২০*১৬০০পিক্সেলস।
এবার আসা যাক মোবাইলটির হার্ডওয়ার সেকশনে।মোবাইলটি রান করবে অ্যান্ড্রয়েদ নাইন পাই ।চিপসেট হিসেবে এতে আছে মিডিয়া টেক হেলিও পি৩৫।এটি একটি ১২ন্যানো মিটার এর অক্টা কোর প্রসেসর।মোবাইলটি তে জিপিইউ হিসেবে আছে পাওয়ার ভিআর জিই৮৩২০। স্টোরেজ অপশনে আছে ৪জিবি র্যাম এবং ৬৪জিবি রম।
এবার কথা বলা যাক মোবাইলটির ক্যামেরা সেকশন নিয়ে।এতে দেয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটাপ।মেইন ক্যামেরা টি ১৬ মেগাপিক্সলের ক্যামেরা।অপর দুটি ২মেগা পিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ। ভিডিও করা যাবে ১০৮০পি-৩০এফপিএস।সামনে দেয়া হয়েছে ৮মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা । ভিডিও করা যাবে ১০৮০পি-৩০এফপিএস।
এতে লাউডস্পিকার এবং ৩.৫৫মিলিমিটার অডিও জ্যাক আছে ।ব্লটুথ ওয়াই ফাই রেডিও এর সকল সুবিধা পাবেন এই ফোন এ।সিকিউরিটি হিসেবে আছে ফিঙ্গারপ্রিন্ট।
এতে দেয়া হয়েছে ৫০০০মিলি আম্পিয়ার এর নন রিমুভেবল ব্যাটারি ,সাথে থাকছে ১০ওয়াট এর একটি চার্জার।
মোবাইলটি শুধু ব্ল কালারে বাজারে পাওয়া যাবে।বাংলাদেশের বাজারে মোবাইলটির দাম ১৩৪৯০টাকা।