গত পাঁচ মাস ধরে দেশে মোবাইল সংযোগ বেড়েই চলেছে। নভেম্বরে দেশে মোবাইল সংযোগ বেড়েছে প্রায় ৩ লাখ।
বিটিআরসি’র তথ্যমতে, নভেম্বরে দেশে মোবাইল সংযোগ হয়েছে ১৬ কোটি ৮৩ লাাখ ৬৭ হাজার। অক্টোবের যা ছিল ১৬ কোটি ৮০ লাখ ৬৯ হাজার। ওই মাসে ৯ লাখ ৬০ হাজার সংযোগ বেড়েছিল।
নভেম্বরে গ্রামীণফোনের সংযোগ ছিল ৭ কোটি ৮১ লাখ ২৯ হাজার। এছাড়া রবির ৫ কোটি ৫ লাখ ৯২ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৫০ লাখ ১৫ হাজার এবং টেলিটকের ৪৬ লাখ ৩১ হাজার সংযোগ হয়েছে।
এর আগে অক্টোবরে গ্রামীণফোনের ৭ কোটি ৮১ লাখ ২১ হাজার, রবির ৫ কোটি ৪ লাখ ১৩ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৪৯ লাখ ১৭ হাজার এবং টেলিটকের ৪৬ লাখ ১৮ হাজার সংযোগ ছিল।
করোকালের প্রথম প্রথম চার মাসে মোবাইল সংযোগ কমে গিয়েছিল। তবে করোনার ধাক্কা কাটিয়ে জুলাই থেকে সংযোগ বৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে অপারেটরগুলো।