চলতি বছরের এপ্রিলে শাওমি অ্যানাউন্স করেছিল তাদের সর্বশেষ অ্যান্ড্রয়েড কাস্টম স্কিন এমআইইউআই ১২। এমআইইউআই ১২ এর রেশ কাটতে না কাটতেই সম্প্রতি এর সেমি-আপগ্রেড ভার্সন এমআইইউআই ১২.৫ অ্যানাউন্স করেছে শাওমি। এটি মূলত এমআইইউআই ১২ এর সাক্সেসর x.5 ভার্সন। যাতে মাইনর আপগ্রেডের সাথে পরবর্তী মেজর MIUI ভার্সনের কিছু ফিচারস ও আগাম যুক্ত থাকে। ধারা অব্যাহত রেখে নতুন এমআইইউআই ১২.৫-এ খুব বেশি পরিবর্তন না থাকলেও সামান্য কিছু আপগ্রেড থাকছে এমআইইউআই ১২ এর তুলনায়।
সুপার ওয়ালপেপার
ইন্টারগ্যালাকটিক ওয়ালপেপারের পর এবার নিজেদের পোর্টফোলিওতে পৃথিবীর বেশ কিছু দৃষ্টিনন্দন পর্বতের এনিমেটেড ওয়ালপেপার যোগ করেছে শাওমি। এসবের মধ্যে রয়েছে মাউন্ট এভারেস্ট, মাউন্ট ফুজি সহ বেশ কয়েকটি পর্বতের এনিমেটেড ওয়ালপেপার যা আবার রিয়েল টাইম বেজড। অর্থাৎ এই লাইভ ওয়ালপেপারগুলো সময় ভেদে পরিবর্তন হতে থাকবে।
প্রাইভেসি আপগ্রেড
আইওএস এর ফিচারগুলো ক্লোন করার ধারা এখনো অব্যাহত রেখেছে শাওমি। নতুন MIUI 12.5-এ সম্পূর্ণ আইওএসের সিকিউরিটি ফিচার ক্লোন করা হয়েছে। এতে এখন থেকে মি অ্যাপ স্টোরে ইউজারদের ডেটার প্রাইভেসি সংক্রান্ত কোন ধরনের অনুমতি নিতে পারবে না ডেভেলপাররা। অন্যান্য প্রাইভেসি ফিচার্স এর মধ্যে রয়েছে ব্রাউজার প্রটেকশন, লিমিটেড ক্লিপবোর্ড এক্সেস, ফাইল স্যান্ডবক্স মেকানিজম প্রভৃতিসহ আরো অনেক কিছু। এছাড়াও এমআইইউআই ১২.৫-এ বিভিন্ন অ্যাপে লোকেশন পারমিশন অ্যাক্সেস নিয়ন্ত্রণ করতে পারবেন ইউজাররা।
এমআইইউআই প্লাস (বিটা)
এটি শাওমির একটি নতুন ইকোসিস্টেম, যার মাধ্যমে নিজের শাওমি ফোন এবং উইন্ডোজ পিসির মধ্যে যোগসূত্র স্থাপন করতে পারবেন ইউজাররা। এর মাধ্যমে আপনি মোবাইল নোটিফিকেশন, মোবাইল কপি পেস্ট প্রভৃতি কাজ খুব সহজেই করতে পারবেন মোবাইল টু ডেস্কটপ বা ডেস্কটপ থেকে মোবাইলে। এখন মোবাইলে চালানো যেকোনো অ্যাপ্লিকেশন এক ক্লিকেই আপনি নিজের উইন্ডোজ কম্পিউটারে চালাতে পারবেন।
লিমিটেড ব্লটওয়্যার অ্যাপ
শাওমি জানিয়েছে MIUI 12.5 সংস্করণটি শুধু পরিচ্ছন্ন ও ফাস্টই নয়, বরং এতে এবার কমানো হয়েছে অবাঞ্চিত ব্লটওয়্যার অ্যাপের সংখ্যা। কোম্পানির দাবি, MIUI 12.5-এ ব্লটওয়্যার অ্যাপের সংখ্যা আইওএস ১৪ থেকেও কম। যদিও শাওমি এর নতুন স্কিন সামনে আনায় এর যথার্থতা দেখা যাচ্ছে। তবে এতে শাওমির ৯ টি প্রয়োজনীয় অ্যাপ ডিলিট করা যাবে না। বাকিগুলো খুব সহজেই সরিয়ে ফেলা যাবে। যার মধ্যে রয়েছে; ‘dialer, messages, camera, browser, gallery, security, clock, settings এবং Mi Store app’।
অপটিমাইজেশন
শাওমি এবার নতুন ভাবে ঢেলে সাজিয়েছে এমআইইউআই ১২.৫ এর ইন্টারফেস, যার ফলে এতে মেমোরির ব্যবহার ২০ শতাংশ কমেছে, ব্যাকগ্রাউন্ড মেমোরির ব্যবহার কমেছে ৩৫ শতাংশ এবং সিস্টেম অ্যাপ্লিকেশন পাওয়ার কনসাম্পশন কমেছে আরো ২৫ শতাংশ। এছাড়া এনিমেশন স্মুথনেস এর পাশাপাশি নতুন নোটিফিকেশন সাউন্ডও যুক্ত হয়েছে নতুন এমআইইউআই ১২.৫-এ, এর মধ্যে প্রাকৃতিক সাউন্ড ছাড়াও আরোও বিভিন্ন সাউন্ড শোনা যাবে।