স্মার্ট ফোনের জগতে অপো একটি সুপরিচিত নাম। চীনের এই বিখ্যাত স্মার্টফোন ব্র্যান্ডের নতুন একটি ফোন হলো অপো রেনো৪ (oppo Reno4)। ফোনটি ২০২০ সালের ৫ আগস্ট রিলিজ হয়।
চলুন দেখে নেওয়া যাক অপ্পো রেনো৪ এর সকল ফিচার্স।
ডিসপ্লে
অপো রেনো৪ এ রয়েছে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামলয়েড ( AMOLED) ডিসপ্লে।
ভেরিয়েন্ট
অপোর এই ফোনটিতে রয়েছে ৮জিবি র্যাম। আরো রয়েছে ১২৮জিবি এর বিশাল ইন্টারনাল স্টোরেজ।
সেন্সর
অপো রেনো৪ এ রয়েছে ডিসপ্লে ও অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
অপারেটিং সিস্টেম
অপোর এই ফোনটি Android 10 অপারেটিং সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত।
নেটওয়ার্ক
অপো রেনো৪ ( oppo Reno4) মূলত ৪জি সাপোর্টেড ফোন। এছাড়াও ফোনটি ২জি এবং ৩জি সাপোর্ট করে।
সিম
অপোর এই ফোনে রয়েছে ডুয়াল সিমের সুবিধা।
ব্যাটারি
এই ফোনের ব্যাটারির কথা একটু আলাদা করেই বলতে হয়। কেননা অপো রেনো৪ এ রয়েছে ৪০১৫ মিলি-অ্যাম্পায়ার (4015 mAh) নন-রিমুভেবল লি-প্রো ব্যাটারি। যার ফলে এই ফোনে পাবেন লং ব্যাটারি লাইফ!
চার্জিং
অপো রেনো৪ এর সাথে পাচ্ছেন ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং এডাপ্টার। যা দ্বারা ১ ঘন্টারও কম সময়ে পুরো ফোন ফুল চার্জ করা সম্ভব।
সেলফি ক্যামেরা
অপ্পো রেনো৪ এ সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ৩২ মেগা-পিক্সেল (32 MP) ওয়াইড ক্যামেরা। সাথে থাকছে হাই ডাইনামিক রেঞ্জ (HDR) মোড।
রিয়ার ক্যামেরা
অপোর এই ফোনে রিয়ার ক্যামেরা হিসেবে রয়েছে ৪৮ মেগা-পিক্সেল ওয়াইড + ৮ মেগা-পিক্সেল আল্ট্রা-ওয়াইড + ২ মেগা-পিক্সেল মাইক্রো + ২ মেগা-পিক্সেল ডিপথ ক্যামেরা। ( with HDR Mode) ফোনটির ফটো কোয়ালিটির দিক থেকে বলতে গেলে এটি হচ্ছে গরিবের ডিএসএলআর!
চিপসেট
ফোনটিতে রয়েছে qualcomm SM7125 snapdragon 720G 8(nm) চিপসেট।
বডি
এই ফোনটির ওজন মাত্র ১৬৫ গ্রাম। এবং ফোনটি ৭.৭ মিলিমিটার সরু। বুঝতেই পারছেন ফোনটি অনেক হালকা এবং সরু।
কালার
গ্যালাটিক ব্লু (galatic blue) ও স্পেস ব্ল্যাক ( space black) এই দুই রংয়ে পাওয়া যাবে ফোনটি।
দাম
অপো রেনো৪ ( oppo Reno4) এর দাম বাংলাদেশে অফিসিয়ালি ৩৪ হাজার ৯৯০ টাকা। ( BDT 34,990 ৳) অর্থাৎ এর দাম প্রায় ৩৫ হাজারের কাছাকাছি।