শাওমির সাব ব্রান্ড পোকো ভালই ফোন ক্রেতাদের ফিচারস সমৃদ্ধ ফোন উপহার দিয়েছে।এবার তারা বাংলাদেশের বাজারে নিয়ে আসল পোকো এম৩।এটি একটি বাজেট ফোন।তো আজকে জেনে নেয়া যাক কি কি দিয়েছে পোকো এই মোবাইলে।
প্রথমে কথা বলা যাক মোবাইলটির বিল্ড কোয়ালিটি নিয়ে!
মোবাইলটি প্লাস্টিক ফ্রেমে তৈরি।এর পিছনে দেয়া হয়েছে প্লাস্টিক এবং সামনে দেয়া হয়েছে গ্লাস।যাকে সুরক্ষা দেয়ার জন্য আছে গরিলা গ্লাস ৩.মোবাইলটীর বডি ডাইমেনশন ১৬২.৩*৭৭.৩*৯.৬মিলি মিটার।মোবাইলটির ওজন ১৯৮গ্রাম।এতে ব্যবহার করা যাবে ডুয়েল ন্যানো সিম কার্ড।
এবার কথা বলা যাক ডিসপ্লে সেকশন নিয়ে!
এতে দেয়া হয়েছে ৬.৫৩ইঞ্চির আইপিএস এলছিডি ডিসপ্লে।যার ব্রাইটনেস ৪০০ নিটস পর্যন্ত হতে পারে।ডিসপ্লেটির রেজুলেশন ১০৮০*২৩০০পিক্সেলস।ডিসপ্লেটি কে সুরক্ষা দিবে কর্নিং গরিলা গ্লাস ৩।
এবার কথা বলা যাক হার্ডওয়ার সেকশন নিয়ে!
এতে দেয়া হয়েছে কোয়ালম স্নাপড্রাগন ৬৬২।এটি একটি ১১ন্যানো মিটারের অক্টা কোর প্রসেসর।এর সাথে দেয়া হয়েছে এড্রিনো ৬১০।মোবাইলটি রান করবে এমআইইউয়াই ১২ এ ।এতে থাকবে এন্ড্রেয়ড ১০।
এবার কথা বলা যাক স্টোরেজ নিয়ে!
এতে ৪জিবি র্যামের সাথে পাওয়া যাবে ৬৪অথবা ১২৮ জিবি স্টোরেজে।
এবার কথা বলা যাক ক্যামেরা সেকশন নিয়ে!
এতে দেয়া হয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটাপ।মেইন ক্যামেরা টি ৪৮মেগাপিক্সলের।এর সাথে থাকছে ২মেগাপিক্সেলের ম্যাক্র এবং ২মেগা পিক্সেলের ডেপথ সেন্সর।এলিডি ফ্লাস,এইচডিআর,প্যানারোমা সহ আরো অনেক ক্যামেরা ফিচারস।ভিডিও করা যাবে ১০৮০ তে ৩০ এফপিএস এ।সামনে দেয়া হয়েছে ৮মেগাপিক্সলের সেলফি ক্যামেরা।ভিডিও করা যাবে ১০৮০ তে ৩০ এফপিএস এ।
এবার বলা যাক ব্যাটারি নিয়ে!
এতে দেয়া হয়েছে ৬০০০মিলি আম্পিয়ার এর নন রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি।যাকে চার্জ দেয়ার জন্য থাকছে ১৮ওয়াট এর ফাস্ট চার্জার।
অন্যান্য ফিচারস!
এতে আছে ৩.৫৫মিলিমিটার অডিও জ্যাক,ডুয়েল ব্যান্ড জিপিএস, রেডিও, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসআনলক।
মোবাইলটি বাজারে পাওয়া যাবে কুল ব্ল,পোকো ইয়োলো এবং পাওয়ার ব্ল্যাক কালারে।
বাংলাদেশের বাজারে পোকো এম৩ পাওয়া যাচ্ছে ১৪৯৯৯ টাকায়।