ইন্সটাগ্রাম। আমরা সবাই এই নামটার সাথে অনেকাংশেই পরিচিত। ‘ফেইসবুকে’র পর এই ‘ইন্সটাগ্রাম’কেই অনেকে বেশি লাইক করেন।
আজ বলতে চলেছি, এই ইন্সটাগ্রামের ৫টি টিপস & ট্রিকস নিয়ে। যেগুলো আপনি হয়তো এর আগে কখনো অ্যাপ্লাই করেননি।
তো চলুন নিচে গিয়ে দেখে নেয়া যাক সেই টিপস & ট্রিকস গুলো ঃ⤵️
১ঃ থ্রিডি এফেক্ট⤵️
অনেকেই ইন্সটাগ্রামের স্টোরিতে দিতে চান সুন্দর ছবি। এর পাশাপাশি সেই ছবিতে যা লিখবেন, সেটা যেনো সুন্দর হয় সেদিকেও খেয়াল রাখেন। কিন্ত লেখাটি কিভাবে একটু আলাদা করা যায়। একেবারে সহজেই করতে পারবেন সেটা।
তো, টিপসটি হচ্ছে অনেকটা থ্রিডি এফেক্টের মতোই। দেখতে অনেকটা সেরকমই লাগবে। আপনি আপনার স্টোরিতে যা লিখবেন সেটা একবার কালো এবং একবার সাদা রঙ এর লিখবেন। সাদার বদলে অন্য কোনো উজ্জ্বল রঙও ব্যাবহার করতে পারবেন। তবে, কালো রঙএর টা কালোই থাকতে হবে। অতঃপর, সেই উজ্জ্বল অথবা সাদা রঙের কালারের নিচে কালো রঙের কালারটি রেখে আপনার সুবিধামতো বসিয়ে আপলোড করে দিন। অবশ্যই সেই লেখাটা তখন অসাধারন একটি লুক দিবে।
২ঃস্টোরি হ্যাক⤵
আপনি অন্য কারও স্টোরি দেখেছেন, যেটা সেই জেনে গেছে যে আপনি দেখে ফেলেছেন তার স্টোরি। এমন কিছু কি করা যায়, যাতে আপনি কারও স্টোরি দেখবেন এবং সেই লোক টেরও পাবেনা। হ্যা আছে এবং সেটা খুব সহজ।
আপনি ইন্সটাগ্রামে ঢুকলে অবশ্যই মোবাইলের ডাটা বা ওয়াই-ফাই অন করে ঢুকেন। আপনাকে যেটা করতে হবে ডাটা বা ওয়াই-ফাই অন অবস্থায় একবার ঢুকে ইন্সরাগ্রাম রিফ্রেশ করতে হবে৷ অতঃপর এবার ডাটা বা ওয়াই-ফাই অফ করে যার স্টোরি দেখতে চান দেখে নিতে পারবেন৷ সে জানতেই পারবে না, আপনি তার স্টোরি দেখছেন।
৩ঃ ফেইস হাইড⤵
অনেকেই তাদের চেহারা মাঝে মাঝে অনেক ভিডিওতে খারাপ আসে দেখে ইন্সটার স্টোরিতে পোস্ট করেনা। করতে চাইলেও, সে হয়তো চায় যে তার ফেইসটা হাইড থাকুক। জি। আপনি আপনার পছন্দের কোনো ভিডিও, আপনার ফেইসকে যেকোনো ইমোজির মাধ্যমে হাইড করে আপলোড করতে পারবেন।
শুরুতে আপনাকে যেটা করতে হবে, যে ভিডিওটা আপনি ছাড়বেন সেটা নিয়ে আসুন। পরে আপনার ফেইসের জায়গা অনুযায়ী একটি ইমোজি সিলেক্ট করুন। পরে সেই ইমোজিটায় কিছুক্ষন চাপ দিয়ে ধরলে দেখবেন, যে একটি এডিটের অপশন এসেছে। সেখানে আপনি আপনার ভিডিওর যেসব জায়গায় আপনার ফেস রয়েছে, সেসব জায়গায় ইমোজিটা সেট করে নিতে পারবেন। শেষে স্টোরি আপলোড হয়ে গেলো।
৪ঃ কমেন্ট ব্লক⤵️
আপনি ইন্সটাগ্রামে একটি পোস্ট করেছেন। কিন্তু, আপনার কোনো বন্ধু সেই পোস্টে খারাপ কমেন্ট করেছে। এখন কি করা যায়।
সমাধান অবশ্যই আছে। আপনি আপনার ইন্সটাগ্রামের সেটিংসে গিয়ে প্রাইভেসিতে চলে যাবেন। সেখানে গিয়ে দেখবেন কমেন্টস নামের একটি অপশন আছে। সেখানে গিয়ে ‘ব্লক কমেন্টস ফ্রম’ এ গিয়ে, যার কমেন্ট আপনি ব্লক বা কেটে দিতে চান তার নাম লিখে ব্লক করে দিন। হয়তো ভাবছেন তার আইডি ব্লক হয়ে যাবে কিনা। না, তার আইডি ব্লক হবে না। এমনকি সেই কমেন্টটা যে আপনি কেটে দিয়েছেন সেটাও সে জানতে বুঝতে পারবে না। এরপর থেকে সে যত খারাপ কমেন্টই করুক না কেনো, সেগুলো সে ছাড়া আর কেউই দেখবে না।
৫ঃ সিক্রেট আইডি নোটিফিকেশন⤵️
ইন্সটাগ্রামে পাবলিসিটি টাই অনেকে অর্জন করতে চায়। আপনি কিভাবে আপনার আইডির নোটিফিকেশন অন্য কাউকে দেখাবেন এবং সে বুঝতেই পারবে না আপনার আইডির নাম তার সামনে কিভাবে আসলো। এটা উপরের সবগুলোর থেকে আরও সহজ।
আপনাকে যা করতে হবে। আপনি আপনার স্টোরিতে কোনো ছবি আপলোড দেয়ার সময়, যাকে আপনি আপনার আইডির নোটিফিকেশন দেখাতে চান তার আইডির নাম @ দিয়ে লিখে একেবারে ছোট করে ফেলুন। পরে সেই নামখানা কোনো ইমোজি দিয়ে ঢেকে ফেলুন। এতে তার কাছে নোটিফিকেশন তো যাবে, কিন্তু সে খুজলেও আপনি যে তাকে ট্যাগ করেছেন এটা বুঝবেই না।