পরবর্তী প্রজন্মের ক্রোমবুক উন্মোচন করেছে স্যামসাং। গ্যালাক্সি ক্রোমবুক ২ নামের এ ডিভাইসে প্রথমবারের মতো ১৩ দশমিক ৩ ইঞ্চি কোয়াডএলইডি ডিসপ্লে ব্যবহার করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি, যা উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলবে। খবর সিনেট।
আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২১-এর আগ মুহূর্তে ডিভাইসটি উন্মোচন করল স্যামসাং। ধারণা করা হচ্ছে, সিইএসের এবারের আসরে ডিভাইসটি প্রদর্শন করা হবে। নতুন গ্যালাক্সি ক্রোমবুক ২-এর দাম ধরা হয়েছে ৫৫০ ডলার। আগামী মার্চের শেষদিকে ডিভাইসটির প্রথম লটের সরবরাহ যুক্তরাষ্ট্রের বাজারে পৌঁছবে। এটি দুই রঙে বিশ্ববাজারে পাওয়া যাবে।
ডিভাইসটি বিষয়ে স্যামসাং ইলেকট্রনিকস যুক্তরাষ্ট্রের মহাব্যবস্থাপক এবং নিউ কম্পিউটিং বিভাগের প্রধান সুনিল কোলহাতকর বলেন, অনেক শিশু ক্রোমবুক ব্যবহার করে কিশোর বয়সে পদার্পণ করেছে। তারা যখন কর্মক্ষেত্রে প্রবেশ করবে, তখন তাদের কম্পিউটিং চাহিদায় একটা ঘাটতি দেখা দেয়। বর্তমান কিশোররা যাতে কর্মক্ষেত্রে গিয়ে কম্পিউটিং ডিভাইস নিয়ে কোনো জটিলতায় না পড়ে, সে অনুযায়ী নতুন ক্রোমবুক ২ ডিজাইন করা হয়েছে। আমরা আশা করছি, ডিভাইসটি সব ধরনের গ্রাহক এবং প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী সার্ভিস দেবে। ডিভাইসটির একটি সংস্করণে দশম প্রজন্মের ইন্টেল সেলেরন ৫২০৫ইউ প্রসেসর এবং আরেকটি সংস্করণে দশম প্রজন্মের ইন্টেল কোর আইথ্রি-১০১১০ইউ প্রসেসর ব্যবহার করা হয়েছে।