এসার তার ব্যতিক্রমধর্মী ল্যাপটপ নিয়ে আসছে এবং সেটি হচ্ছে এসার ক্রোমবুক স্পিন ৫১৪। যেকোন ল্যপটপ থেকে এটির লুকিং আলাদা। এটি সাইজে ও বেশ বড় আছে। এটি মূলত প্রফেশনালদের জন্য নির্মাণ করা হয়েছে। উক্ত ল্যাপটপটির বিশেষ গুণ হচ্ছে এটি ফ্ল্যাট মোড এবং ট্যাবলেটের মত করে ব্যবহার করা যায়।
চলুন দেখে আসি আলোচিত এই ল্যাপটপটির স্পেসিফিকেশনঃ
এই ল্যাপটপটিতে দেওয়া হবে ১৪ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি আইপিএস টাচস্ক্রিন ডিসপ্লে। কর্নিং গরিলা গ্লাসের নিরাপত্তা দেওয়া হয়হেছে ডিসপ্লেটিতে। এই ল্যাপটপটির ওজন্ দেওয়া হয়েছে মাত্র ১.৫৫ কেজি এবং ১৭.১৫ মিলিমিটার থিন এবং সাইডে ৬.১ মিলিমিটার থিন। উক্ত ল্যাপটপটির আধুনিক প্রসেসর হচ্ছে রাইজেন মোবাইল প্রসেসর। স্ক্রিন টু বডির অনুপাত রয়েছে ৭৮ শতাংশ। এসারের সংস্থা বলেছে এই ল্যপটপটি ১২২ সেন্টিমিটার উপরে পড়ে গেলে বা ৬০ কেজি শতিতে নিচে পড়লে এটির কোন ক্ষতি হবেনা। এছাড়া এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবির হার্ডডিস্ক। এই ল্যাপটপটি অত্যাধিক ফাস্ট যা একান্ত কাম্য। ক্রোমবুক স্পিন ৫১৪ তে দেওয়া হয়েছে ব্লুটুথ ৫.০, ওয়াইফাই ৫ এসি , টাইপ সি পোর্ট ৩ , ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক সহ রয়েছে যাবতীয় সুবিধা। ব্যবহারে বেশ আরামদায়ক এবং অত্যন্ত চাপ সহনীয় হবে এই ল্যাপটপটি।
ক্রোমবুক স্পিন ৫১৪ এর মূল্যঃ
আগামী ফেব্রুয়ারী মাস থেকে এই ল্যাপটপটি উত্তর আমেরিকাতে পাওয়া যাবে ৪৭৯$ থেকে এবং মার্চ মাস থেকে দক্ষিণ আমেরিকাতে পাওয়া যাবে।