করোনার এই মহামারিতে সিম্ফনি জেট ৩০ এরপরে জেট সিরিজ আরো একটি দুর্দান্ত ফোন লঞ্চ করেছে। এই ফোনটির নাম হল সিম্ফনি জেট ২৮। বিশেষ করে এই জেনারেশনের কথা মাথায় রেখে সিম্ফনি জেট ২৮ হতে পারে দারুন চয়েস । এই ফোনটির মধ্যে কি কি থাকবে এবং কাদের জন্য যথাযথ হবে, এর মূল্য কত হবে ,তা বিস্তারিত জানতে পারবেন এই আর্টিকেলটিতে।
তো চলুন বন্ধুরা শুরু করা যাক এই ফোনের বিষয়ে।
প্রথমেই কথা বলা যাক সিম্ফনি জেট ২৮ এর ডিজাইন এর ব্যাপারে।
ডিজাইন হিসেবে এর ব্যাক সাইডে থাকছে পলিকার্বনেট প্লাস্টিক বডি যা দেখতে অনেকটা গ্লাসের মত । ফোনটির নিচের দিকে থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট, মাইক্রোফোন ও স্পিকার গিরিল। তবে থাকছে ৩.৫ এমএম হেডফোন জ্যাক এবং সেকেন্ডারি নয়েজ ক্যানসেলেসান। এখন আসি এর ডিসপ্লে এর ব্যাপারে। তো এতে থাকছে ৬.৫২ ইঞ্চ এর এইচডি প্লাস ভিনোস ডিসপ্লে এবং এর ডেনসিটি হল ২৭০ পিপিআই ।যা অলরেডি সিম্ফোনি জেট ৩০ তে ব্যবহার করা হয়েছে।এই ফোনে তে থাকছে এলইডি নোটিফিকেশন লাইট ।
এবারে এর পারফরম্যান্স নিয়ে কথা বলা যাক। এই ফোনের প্রসেসর হিসেবে থাকছেন মেডিয়েটেক হেলিও এ ২৫ যেটি অক্টাকর প্রসেসর এবং এর ক্লক স্পিড ম্যাক্সিমাম ১.৮গিগাহার্জ । জিপি হিসেবে থাকছে পাওয়ার ভিয়ার জি. ই ৮৩২০।রেম হিসেবে থাকছে ৩ জিবি রেম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। এতে ডুয়েল সিম এর সাথে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১০ থাকছে। সিম্ফোনি জেট ২৮ এর ক্যামেরার কথা বলতে গেলে এর রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি সেন্সর হল ১৩ মেগাপিক্সেল । এর সাথে থাকছে ৮ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল এর ডেপ সেন্সর। আর সেলফি তোলার জন্য ফন্টে থাকছে ৮মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা।
এবার কথা বলা যাক এই ফোনের ব্যাটারি নিয়ে।
এই ফোনটিতে থাকছে ৪০০০ এম এ এইচ এর ব্যাটারি। এর অফিশিয়াল দাম হচ্ছে বাংলাদেশি টাকায় ৮৯৯০ টাকা। তো যারা এখন ১০০০০ টাকা বাজেটের মধ্যে ফোন কিনতে চাচ্ছেন তারা সিম্ফোনি জেট ২৮ ফোনটি কিনতেই পারেন।