সম্প্রতিসময় ম্যাক বুক নামের সাথে আমরা বেশ পরিচিত। ‘ম্যাকবুক’ মূলত অ্যাপল ব্র্যান্ডের তৈরি। অ্যাপেল ব্র্যান্ড তাদের বিভিন্ন ধরনের গেজেট তৈরীর পর, বিভিন্ন ধরনের আলাদা আলাদা নাম দিয়ে থাকে। যেমন এয়ারপোড, আইপ্যাড, আইফোন ইত্যাদি। তো এরকমই অ্যাপেলের একটি গেজেট হচ্ছে ‘ম্যাকবুক প্রো’। অ্যাপেল ব্র্যান্ড প্রতিবছরই নতুন নতুন ম্যাকবুক নিয়ে আসে। আসলে এই ম্যাকবুক বর্তমানে একটি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। কনটেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে ডিজাইনার, প্রডিউসার এমনকি ইঞ্জিনিয়াররা এই ম্যাকবুক ব্যবহার করে। অ্যাপেলের আগের ‘ম্যাকবুক প্রো’ গুলোতে বিভিন্ন ধরনের ছোটখাট সমস্যা দেখা যেত। অ্যাপেল বলেছিল যে তাদের এই ভুল ২০২০/২০২১ সালের ভিতর ফিক্স করে পরে আরেকটি নতুন ‘ম্যাকবুক প্রো’ তারা বাজারে নিয়ে আসবে। তো এই ‘ম্যাকবুক প্রো’ টিই হচ্ছে সেই আপডেট। তো চলুন জেনে নেয়া যাক অ্যাপলের নতুন ‘ম্যাকবুক প্রো’ টির ব্যাপারে বিস্তারিত তথ্যঃ⤵
প্যাকেট থেকে আনবক্সিং এর সময় এটি ছিল একেবারেই নরমাল। আগের ম্যাকবুক প্রো গুলোর মতই এটাতেও প্যাকেটিং সেম করা হয়েছে। বক্সটি খোলার পর পেয়ে যাচ্ছেন এই ‘ম্যাকবুক প্রো’টি এবং সাথে থাকছে চার্জার। ম্যাকবুক প্রো টি সব মিলিয়ে ১৩ ইঞ্চি রেটিনা ডিসপ্লে যুক্ত।
ডিজাইনিংটা ছিল অসাধারণ। এর গ্রে কালারের শেডটা খুব সুন্দর ভাবে ফুটে উঠছিল। এর বডিটা তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে। এর চিপসেটে থাকছে অ্যাপলের এম১ ভার্সন। আরও থাকছে ২৫৬ জিবির এসএসডি এবং ৮জিবি রেম। ম্যাকবুক টির কিবোর্ডের বাম পাশে থাকছে দুইটি টাইপ সি পোর্ট। ফুল চার্জে এই ম্যাকবুক টি ব্যাকাপ দিয়েছে ১৪ ঘন্টা। দিয়ে তারা এবার ইন্টেল এর পাশাপাশি ব্যবহার করেছে এম১ প্রসেসর। এই প্রসেসরে মোট আটটি কোর ছিলো। যদিও এম১ একটি প্রসেসর নয়, এটাকে এসওসি বলা হয়। তাদের এই আটটি কোরকে, অ্যাপল ব্র্যান্ড দাবি করছে তাদের ম্যাকবুকের হাই গ্রাফিক্স বিল্ট। সত্যিই এর পারফর্মেন্স ছিল অসাধারণ ফাস্ট। সিঙ্গেল কোর এর চেয়ে অসাধারণ ফাস্ট স্পিড ছিল মাল্টি কোর এর। তাদের এইওসি তে আরো রয়েছে ১৬ কোর এর নিউরাল ইঞ্জিন।
এটি হচ্ছে এক প্রকার অ্যালগরিদম। যেটা সিপিইউ অথবা জিপিইউ এর থেকেও পাওয়ার এফিশিয়েন্ট ভাবে নিউরাল নেটওয়ার্ক বা মেশিন লার্নিং কে ইম্প্লিমেন্ট করে। এটা খুব সহজভাবেই টাস্ক ম্যানেজ করতে পারে। সাথে এর পাওয়ার এফেশিয়ান্সও বাড়ে এবং অনেক ইফেক্টিভলি টাস্ক কমপ্লিট করতে পারে। যেটা এর একটি স্মার্ট ওয়ে। অ্যাপেল ব্র্যান্ড বলেছে যে সামনে তাদের যেসব ম্যাকবুক আসতে চলেছে সেগুলোতে নাকি এর থেকেও বড় আপডেট পাওয়া যাবে। বর্তমানে আমাদের দেশে বিভিন্ন ডেভলপাররা এই ‘ম্যাকবুক প্রো’ টিকে হুমরি খেয়ে কিনছে। তো যাই হোক সবকিছু মিলিয়ে অসাধারণ ছিল এই ‘ম্যাকবুক প্রো’টি।
তবে কোন জিনিসই পারফেক্ট হয় না। এই ‘ম্যাকবুক প্রো’ টির নেটওয়ার্ক কানেকশন ছিল একটু দুর্বল। ওয়াইফাই কানেকশন এর থেকে অন্যান্য যেসব দামি ল্যাপটপ রয়েছে সেগুলো আরো বেশি ফাস্ট ছিল। এটা বাদ দিলে অন্য সব দিক দিয়েই পার্ফেক্ট ছিল এই ‘ম্যাকবুক প্রো’ টি। সব মিলিয়ে আপনার কাছে যদি বেশি টাকা থাকে এবং হুটহাট বা কোন এডিটিং সফটওয়্যার কাজের জন্য ব্যবহার করতে চান তাহলে এই ‘ম্যাকবুক প্রো’ টি আপনি চোখ বন্ধ করে কিনতে পারেন। বর্তমানে আমাদের দেশে এর দাম হচ্ছে ১,৪০,০০০ টাকা।