করোনার এই মহামারিতে স্মার্টফোন বিশ্বে বাংলাদেশ এবং ভারতের মার্কেটে শাওমি এবং রিয়েলমি এর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন টেকনো। যার জলজ্যান্ত প্রমান হচ্ছে টেকনো পোভা নামে একটি আপকামিং ফোন। লিস্ট থেকে জানা যাচ্ছে যে যে এই ফোনটির দাম হতে পারে ১৩০০০ টাকার আশেপাশে ।এই স্মার্টফোনটি প্রোভাইড করছে ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে ।
তো চলুন বন্ধুরা জেনে নেয়া যাক কি কি আকর্ষণীয় ফিচার থাকছে এই ফোনটিতে ।
শুরুতেই কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির রে আরে রয়েছে স্কয়ার সার্কেলের মত দেখতে ৪ টি ক্যামেরা যা দেখতে বেশ ভালোই লাগবে। আর সামনের দিকে রয়েছে ফুল ভিউ ডিসপ্লে। যার বাম পাশে থাকছে ছোট্ট একটি ৫ হোল যেখানে বসানো হয়েছে সেলফি ক্যামেরা টি। ওভারঅল প্রাইস রেট বিবেচনায় এর ডিজাইনকে অসাধারণ বলতেই হয়। কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে ৬.৮ ইঞ্চির একটি আই পি এস এলসিডি ডিসপ্লে যাতে থাকছে এইচডি প্লাস রেজুলেশন অর্থাৎ ৭২০ বাই ১৬৪০ পিক্সেল। এর পিপিআই ডেনসিটি হচ্ছে ২৬৩। তাই যারা বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি পারফেক্ট হবে।
এবারে কথা বলা যাক ফোনটির পারফরম্যান্স নিয়ে।
এর অপারেটিং সিস্টেম হল অ্যান্ড্রয়েড ১০ হিয়েোস ৭.০। আর ফোনটির চিপসেট হিসেবে থাকবে মিডিয়াটেক হেলিও জি৮০ যেটি ১২ ন্যানোমিটার এর একটি অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে এতে থাকবে মালি জি৫২- এমসি২। তাই এই ফোনটি দিয়ে আপনারা পাবজি, কল অফ ডিউটি এবং ফ্রী ফায়ার এর মত গেমগুলো খেলতে পারবেন খুব সহজে। ফোনটি ৬ জিবি রেম এর সাথে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এর একটি ভেরিয়েন্ট এই পাওয়া যাবে।
এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে।
ফোনটির রিয়ারে থাকছে কুয়াট ক্যামেরা সেটআপ প্রাইমারি সেন্সর টি ১৩ মেগাপিক্সেল এর এবং ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো সেনসর ক্যামেরা।আরও থাকছে ২ মেগাপিক্সেল এর ডেপথ সেনসর ক্যামেরা । আর ফোনটিতে আরও থাকছে কিউ ভি জি এ ক্যামেরা। আর এতে সর্বোচ্চ ৩০ এফ পিএস এ ভিডিও শুট করার সুবিধা থাকছে। আর ফোনটির সেলফিতে থাকছে৮ মেগাপিক্সেল এর আরো একটি ক্যামেরা।
এবারে কথা বলি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে।
এতে থাকছে ৬০০০ মিলি এম্পিয়ারের একটি হিউজ ব্যাটারি এবং ১৮ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট এর সুবিধা। এতে আরও থাকছে৩.৫ এমএম হেডফোন জ্যাক এবং ব্লুটুথ ,এম রেডিও, জিপিএস এবং মাইক্রো ইউএস বি পোর্ট সহ আরো অন্যান্য আকর্ষণীয় সব ফিচার।
এই ফোনটির প্রাইস রেট হতে পারে ১৩০০০ থেকে ১৬০০০ টাকার মধ্যে। তাই যারা কম বাজেটের মধ্যে ভালো ফোন খুঁজছেন তারা টেকনো পোভা ফোনটি কিনতেই পারেন।