ভিভো মোবাইল ২০২০ সালের বহুল আলোচিত মোবাইল ব্র্যান্ড। মোবাইলের বাজারে ভিভো বাজার ধরে রাখতে বিশেষ ভূমিকা রেখেছে। ভিভো এবার নিয়ে এসেছে আমাদের মাঝে ভিভো ওয়াই ২০ এস। চলুন আলোচনা করা যাক উক্ত মোবাইল নিয়ে ।
ডিসপ্লেঃ
এই মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৫১ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন ৭২০X১৬০০ পিক্সেল। স্ক্রিন থেকে বডির অনুপাত ৮১.৬% ।
বডিঃ
এই মোবাইলটির আয়তন থাকছে ১৬৪.৪X৭৬.৩X৮.৪ মিলিমিটার এবং ১৯২.৩ মিলিগ্রাম। সামনে গ্লাস এবং পেছনে থাকছে প্লাস্টিক। ডুয়েল সিম ব্যাবহার করা যাবে এখানে এবং সিমগুলো হবে ন্যানো সিম।
হার্ডওয়্যারঃ
উক্ত মোবাইলটি ৩টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ৪/৬/৮ জিবি র্যাম এবং উভয়টিতে ১২৮ জিবি ফোন স্টোরেজ। অ্যান্ড্রোয়িড ১০ দেওয়া হয়েছে এখানে। সিপি ইউ থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ অক্টাকোর প্রসেসর। এবং জিপি ইউ থাকছে অ্যাড্রিনো ৬১০। আরো থাকছে ওয়াই ফাই ৮০২.১১, ইউ এস বি ২.০ , টাইপ সি পোর্ট , ফিঙ্গারপ্রিন্ট সহ ইত্যাদি সুবিধাদি। উক্ত মোবাইলটিতে দেওয়া হয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি এবং ফাস্ট চার্জ এর জন্য ১৮ ওয়াটের ক্যাপাসিটি। এটি মূলত একটি গেমিং ফোন ৮.৯ ঘন্টা গেম খেলা যাবে এখানে। আপনি জন্য গেম খেলার জন্য ফোন কিনতে চান তাহলে এটি হবে আপনার জন্য সেরা ফোন।
ক্যামেরাঃ
ভিভো ওয়াই ২০এস তে দেওয়া হয়েছে ত্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ। যার প্রাথমিক ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেল এর ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো এবং ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর। ফ্রন্ট ক্যামেরাটি থাকছে ৮ মেগাপিক্সেল এর । উভয় ক্যামেরা গুলোতেই ১০৮০ পি এর ভিডিও করা যাবে। ক্যামেরা গুলোর কোয়ালিটি অসাধারণ।
মূল্যঃ
ভিভো ওয়াই ২০এস মোবাইলটির মূল্য দেওয়া হয়েছে ১২,৯৯০ টাকা। এই বাজেটের জন্য এটি সেরা ফোন।