বর্তমানে আমরা অনেক ধরনের ব্র্যান্ডের মোবাইলের সাথে পরিচিত। হতে পারে সেগুলো অনেক দামী, আবার হতে পারে মিড বাজেটের। এদের মধ্যে একটি ব্র্যান্ডের নাম ‘স্যামসাং’। ‘স্যামসাং’ প্রতি বছরই নতুন নতুন ফোনের বিভিন্ন মডেল বের করে থাকে। সেগুলো আবার টক্কর দেয় অনেক নামি-দামি মোবাইল ব্র্যান্ডকেও। সম্প্রতি ‘স্যামসাং’ তাদের নতুন একটি ফোনের মডেল বের করেছে। যেটার নাম হচ্ছে ‘গ্যালাক্সি এস২১ আল্ট্রা’। রিলিজ হওয়ার পরপরই অনেক ভালো ভালো রিভিউ পায় এই মডেলটি। আজ ‘স্যামসাং’ এর এই মডেলটি নিয়েই হবে কিছু কথা। সবার সামনে তুলে ধরার চেষ্টা করবো, এই ফোনটিতে কি কি রয়েছে সেগুলোর ব্যাপারে।
তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসা যাকে এই ফোনের মডেলটির ব্যাপারে বিস্তারিত তথ্যঃ⤵️
বডিঃ
‘স্যামসাং’ এর এই ফোনটির বডি ডিমেনশন হচ্ছে ১৬৫.১×৭৫.৬×৮.৯ মি.মি.। এই ফোনটির মোট ওজন ২২৭ গ্রাম। ফোনটির ডিসপ্লেতে দেয়া হয়েছে ‘ভিক্টাস যুক্ত গরিলা গ্লাস’ এবং পিছনে দেয়া হয়েছে ‘গরিলা গ্লাস ৩’। এর ফ্রেমটি হচ্ছে অ্যালুমিনিয়ামের। আরও থাকছে ডুয়্যাল সিম কার্ড স্লট।
ডিসপ্লেঃ
এই ফোনে দেয়া হয়েছে ৬.৮ ইঞ্চির বিশাল একখানা ডিসপ্লে। যেটা ‘ডাইনামিক অ্যামোলেড ২এক্স’ সমৃদ্ধ। ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে ১৪৪০×৩২০০ পিক্সেলের। ফোনটির ডিসপ্লেতে এগুলো ছিলো নতুন পরিবর্তন।
প্লাটফর্মঃ
ফোনটির প্লাটফর্ম অএস’এ থাকছে এন্ড্রোয়েড১১, ওয়ান ইউআই ৩.১। প্রসেসরে থাকছে ‘কোয়ালকম এসএম৮৩৫০ স্ন্যাপড্রাগন ৮৮৮’ , যেটা ‘আন্তর্জাতিক মান সম্পন্ন ৫ ন্যানোমিটারের এক্সিনসের ২১০০ ভার্সন’। এটিও এই ফোনের সেরা একটি পরিবর্তন।
ক্যামেরাঃ
ব্যাকঃ এই ফোনের পিছনে থাকছে ‘লেজার এএফ সেন্সর’ সহ মোট চারটি ক্যামেরা৷ সেগুলো হচ্ছে ১০৮ মেগাপিক্সেলের ওয়াইড, ১০ মেগাঃ’র পেরিস্কোপ টেলিফটো, ১২ মেগাঃ’র আল্ট্রাওয়াইড এবং ১০ মেগাঃ’র টেলিফটো সেন্সর। এলইডি ফ্ল্যাশের সাথে এর ফিচারে আরও থাকছে অটো এইচডিআর এবং প্যানোরামা মোড। এই ক্যামেরাগুলো দিয়ে ৮কে পর্যন্ত ভিডিও রেকর্ড করা সম্ভব। যেটা এই ফোনের ক্যামেরার একটি অসাধারন পরিবর্তন ছিলো।
ফ্রন্টঃ এই ফোনের সামনে রয়েছে ৪০মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। যেটার ফিচারে রয়েছে ডুয়্যাল ভিডিও এবং অটো এইচডিআর। এই ক্যামেরা দিয়ে রেকর্ড করা যাবে ৪কে রেজুলেশনের ভিডিও।
মেমোরীঃ
‘স্যামসাং’ তাদের এই ফোনটি বাজারে এনেছে তিনটি ভ্যারিয়্যান্টে। সেগুলো হচ্ছে ১২/১২৮, ১২/২৫৬ এবং স্পেস বাড়িয়ে এবার তারা এনেছে ১৬/২৫৬ জিবি ভ্যারিয়্যান্ট। অন্যান্য পরিবর্তনের পাশাপাশি এটাও তাদের আরেকটি পরিবর্তন। থাকছে না কোনো মেমোরি কার্ড স্লট।
নেটওয়ার্কঃ
‘স্যামসাং’ তাদের এই ফোনটির নেটওয়ার্ক স্পিড পরিবর্তন করে, এবার নিয়ে এসেছে ৫জি। যে অবশ্যই ভালো একটি বিষয়।
সাউন্ডঃ
এই ফোনের স্টেরো স্পিকারের সাউন্ড সেগমেন্ট ছিলো অসাধারন ক্লিয়ার। যেকোনো ধরনের মিউজিক এবং সাউন্ডট্র্যাক খুব পরিষ্কার ভাবেই শুনতে পাওয়া যাচ্ছিলো। তবে এই ফোনে দেয়া হয়নি ৩.৫ মি.মি.’র ইয়ারফোন জ্যাক।
ব্যাটারীঃ
এই ফোনে রয়েছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সম্পন্ন, ৫০০০ এমএইচের ব্যাটারী।
ফিচারঃ
এই ফোনে দেয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যেটা থাকছে এর অ্যামোলেড ডিসপ্লের নিচে।
যেসব পরিবর্তন রয়েছে এই ফোনেঃ
‘স্যামসাং’ তাদের এই ফোনে নিয়ে এসেছে ব্যাপক এক পরিবর্তন। এর ডিসপ্লে থেকে শুরু করে ক্যামেরা, প্রসেসর, নেটওয়ার্ক, স্টোরেজ স্পেস গুলো দেখলেই বোঝা যায় কতটা পরিবর্তন এনেছে তারা এই ফোনটিতে।
দামঃ
বর্তমানে আমাদের দেশে এই ফোনটির কোনো ভ্যারিয়্যান্ট এসে এখনো পৌছেনি। তবে এর দাম ধারন করা হচ্ছে ৳১,৩৯,০০০ এর মতো হতে পারে।