এমএস আই মূলত হাই কনফিগারের ল্যাপটপ দিয়ে থাকে। এর মনোমুগ্ধকর ডিজাইন সবারই মন কেড়ে নেয়। এম এস আই এবার নিয়ে আসছে এমএস আই জি ই ৭৬ রাইডার ড্রাগন ল্যাপটপ। এটি মূলত একটি গেমিং ল্যাপটপ হবে।
চলুন দেখে নেওয়া যাক উক্ত ল্যাপটপটির স্পেসিফিকেশনঃ
এমএস আই জি ই ৭৬ রাইডার ড্রাগন এ দেওয়া হয়েছে অসাধারণ ফিচার। এই ল্যাপটপটির ডিসপ্লে দিওয়া হয়েছে ১৭.৩ ইঞ্চি বিশিষ্ট ইউ এস ডি ডিসপ্লে এবং যার রেজুলেশন দেওয়া হবে ৩৮৪০X২১৬০ পিক্সেল। ডিসপ্লেটি খুবই উন্নতমানের দেওয়া হয়েছে। সচরাচর এমন ডিসপ্লে দেওয়া হয়না। এই ল্যাপটপে দেওয়া হয়েছে লেটেস্ট ইনটেল কোর আই ৯ -১০৯৮০ এইক কে প্রসেসর। এখানে আরো থাকছে ৬৪ জিবি র্যাম এবং ২ টি এস এস ডি স্টোরেজ স্লট। কিবোর্ডটি থাকছে স্টীল সিরিজের গেমিং কিবোর্ড । এটিও দেওয়া হয়েছে বেশ উন্নতমানের। ওয়েব ক্যামেরাটি থাকছে ১০৮০ পি এর এবং ৯৯ ডব্লিউ এইচ এর ৪ সেল ব্যাটারী এখানেই বোঝাই যাচ্ছে অনেক ভাল ব্যাকআপ দিবে ব্যাটারীটি। এমএস আই জি ই ৭৬ রাইডার ড্রাগন এর ওজন হবে ২.৯ কেজি , অন্যান্য ল্যাপটপের থেকে এটির ওজন একটু বেশি দেওয়া হয়েছে। ওয়াই ফাই ৬ ই, ইউ এস বি পোর্ট ৩.০ সহ মিলবে আরো অন্যান্য সুবিধাদি। এই ল্যাপটপটির লঞ্চ তারিখ এখনো প্রকাশিত হয়নি। এখনো এই ল্যাপটপটির মূল্য জানা যায়নি বা বলা হয়নি। সংস্থাটি এখনো কিছুটা গোপন রেখেছে, লঞ্চের আগে জানিয়ে দিবে।