স্যামসাং মোবাইল তার সর্বশেষ সংযোজন করল স্যামসাং গ্যালাক্সি এ৩২ ৫জি। এই মোবাইলটি উক্ত কোম্পানির একটি মিড ভেরিয়েন্টের মোবাইল। এই মোবাইলটির লঞ্চ হতে চলেছে ফেব্রুযারী ২০২১। কালো, সাদা, নীল এবং বেগুনী রঙ এ পাওয়া যাবে উক্ত মোবাইলটি। চলুন দেখে আসি কেমন কনফিগার দেওয়া হয়েছে এই মোবাইলটিতেঃ
স্যামসাং গ্যালাক্সি এ৩২ ৫জি মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এলসিডি ডিসপ্লে যার রেজুলেশন দেওয়া হয়েছে ৭২০X১৬০০ পিক্সেল। এই মোবাইলটির ওজন দেওয়া হয়েছে ২০৫ গ্রাম এবং এর আয়তন হবে ১৬৪.২X৭৬.১X৯.১ মিলিমিটার। ফ্যাবলেট টাইপের ডিভাইস হবে উক্ত ফোনটিতে এবং ডুয়েল সিম ব্যাবহার করা যাবে উক্ত ফোনটিতে।
এই মোবাইলটিতে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি থাকছে ৪৮ মেগাপিক্সেল এর ওয়াইড ক্যামেরা ্ ৮ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড, ৫ মেগাপিক্সেল এর ম্যাক্রো এবং ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর। এছাড়া ফন্ট ক্যামেরাটি থাকছে ১৩ মেগাপিক্সেল এর। উভয় ক্যামেরা গুলোতেই ১০৮০পি ৩০ এফ পি এস ভিডিও করা যাবে।
স্যামসাং গ্যালাক্সি এ৩২ ৫জি মোবাইলটিতে চিপসেট দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ ৫জি অক্টাকোর প্রসেসর এবং জিপি ইউ থাকছে মালি-জি ৫৭ এমসি৩। ৩ টি ভেরিয়েন্টে পাওয়া যাবে উক্ত মোবাইলটি সেগুলোর র্যাম হবে যথাক্রমে ৪/৬/৮ জিবি এবং ফোন স্টোরেজ হবে ১২৮ জিবি। এছাড়া অতিরিক্তভাবে ১ টিবি এস ডি কার্ড ব্যবহার করা যাবে। এই মোবাইলটি হবে ৫জি সাপোর্টেড । স্যামসাং গ্যালাক্সি এ৩২ ৫জি মোবাইলটিতে দেওয়া হয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি। অন্যান্য মোবাইল গুলোর মত এখানে ও থাকছে ব্লুটুথ, ওয়াইফাই, ফেস আনলক, ফাস্ট চারজিং , ইউ এস বি টাইপ সি পোর্ট , ইউ এস বি ওটিজি সহ নানাবিধ সুবিধা।
স্যামসাং গ্যালাক্সি এ৩২ ৫জি মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪,৫০০ ভারতীয় রুপী যার বাংলাদেশী মূল্য ২৮,৪৮২ টাকা। স্যামসাং মোবাইল অনুযায়ী এই বাজেটের মোবাইল আমার কাছে বেশ ভালই লেগেছে।