তাইওয়ানের ফক্সকন টেকনোলজি কোম্পানি লিমিটেডকে নিজ দেশে ল্যাপটপ ও ট্যাবলেট তৈরির অনুমতি দিয়েছে ভিয়েতনাম। সম্প্রতি দেশটির সরকার খবরটি সম্পর্কে নিশ্চিত করেছে।
শনিবার ভিয়েতনাম সরকার নিজ ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর রাজ্য বাক গিয়াংয়ে কারখানাটি গড়ে তুলবে ফুকাং টেকনোলজি। প্রতি বছর আট কোটি ইউনিট তৈরি হবে কারখানাটিতে।
ভিয়েতনাম সরকারের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদন বলছে, এখন পর্যন্ত ভিয়েতনামে দেড়শ’ কোটি ডলার বিনিয়োগ করেছে ফক্সকন। আরও ৭০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এ বছরই দেশটির দশ হাজার অধিবাসীকে নিয়োগ দেওয়ার পরিকল্পনাও রেয়েছে ফক্সকনের।
পৃথকভাবে থান হোয়া রাজ্যে আরও ১৩০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে ফক্সকনের।
মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের অনুরোধে চীন থেকে কিছু পরিমাণ আইপ্যাড ও ম্যাকবুক সংযোজন ভিয়েতনামে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে ফক্সকন। নভেম্বরে এ খবর সম্পর্কে জানিয়েছিলেন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র।
ফক্সকন এখনও ভিযেতনামে অনুমতি পাওয়া প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি।