২০২১ সালের ২১শে জানুয়ারিতে এইচটিসি লঞ্চ করতে যাচ্ছে তাদের নতুন একটি স্মার্টফোন এইচটিসি ডিজায়ার ২১ প্রো ৫জি।
চলুন জেনে নেওয়া যাক কি কি ফিচার রয়েছে এইচটিসি ডিজায়ার ২১ প্রো ৫জি ফোনটিতে।
ডিসপ্লে:
ডিসপ্লে হিসেবে ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল। যার স্ক্রিন টু বডি রেশিও ৮৩.০% এবং এসপেক্ট রেশিও ২০:৯। ফোনটির রেজুলেশন ১০৮০*২৪০০ পিক্সেল এবং পিপিআই ডেনসিটি ৩৯৩।
অপারেটিং সিস্টেম:
অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১০।
সিপিইউ:
প্রসেসর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯০ ৫জি। যেটি ৮ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকবে অ্যাড্রিনো ৬১৯।
সিম:
ফোনটিতে থাকছে ডুয়েল সিমের সুবিধা অর্থাৎ ব্যবহারকারী একসাথে দুটি সিম ব্যবহার করতে পারবেন। যার মধ্যে একটি হলো ন্যানো সিম।
নেটওয়ার্ক:
নেটওয়ার্ক হিসেবে ফোনটিতে রয়েছে ৫জি এর সুবিধা। এর সাথে আরও থাকবে ৪জি,৩জি,২জি এবং ওয়াইফাই সাপোর্ট।
ভেরিয়েন্ট:
ফোনটি পাওয়া যাবে শুধুমাত্র একটি ভেরিয়েন্টে। ৮জিবি+১২৮জিবি।
ক্যামেরা:
ফোনটির পেছনে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং সাথে থাকবে ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর সামনের ক্যামেরা হিসেবে থাকবে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরা ফিচার হিসেবে থাকবে ডুয়েল এলইডি ফ্ল্যাশ, এইচডিআর এবং প্যানারোমা এইচডিআর।
ব্যাটারি:
ব্যাটারি হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে ৫০০০ মিলি এম্পিয়ার এর নন রিমুভেবল লি-পো ব্যাটারি। এর সাথে থাকছে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট।
ডিজাইন ও বডি:
ফোনটির ডিজাইন দেখতে খুবই চমৎকার। দেখতে বেশ আকর্ষণীয় মনে হবে। ফোনটির ওজন হবে প্রায় ২০৫ গ্রাম।
সেন্সর:
নিরাপত্তার জন্য ফোনটিতে দেওয়া হয়েছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সাথে আরো থাকছে প্রক্সিমিটি এবং কম্পাস সেন্সর।
কালার:
ফোনটি পাওয়া যাবে দুইটি কালার ভেরিয়েন্টে। নীল এবং বেগুনী।
দাম:
এইচটিসি ডিজায়ার ২১ প্রো ৫জি ফোনটির অফিশিয়ালি দাম হতে পারে বাংলাদেশি টাকায় প্রায় ৩৭০০০ টাকা।