শাওমি মোবাইল এর জগতে বাজার দখল করে রেখেছে। এবার মোবাইলের পরে ল্যাপটপ দিয়ে বাজার দখলের চেষ্টায় আছে। তাই ইতিমধ্যে লঞ্চ করে ফেলেছে এম আই নোটবুক ১৪(আই সি) ল্যাপটপটির।
চলুন আলোচনা করা যাক উক্ত ল্যাপটপটির স্পেসিফিকেশনঃ
এম আই নোটবুক ১৪(আই সি) তে দেওয়া হয়েছে ১৪ ইঞ্চি বিশিষ্ট এলসিডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১৯২০X১০৮০ পিক্সেল। উক্ত ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি এসএসডি স্টোরেজ । এবং প্রসেসর দেওয়া হয়েছে ১.৬ গিগাহার্জ কোর আই ৫ -১০২১০ইউ ১০ম জেনারেশন প্রসেসর। এই ল্যাপটপটির ওজন হবে মাত্র ১.৫ কেজি এবং আয়তন হবে ৩২৩X২২৮X১৭.৯৫ মিলিমিটার । ওয়েব ক্যামেরাটি থাকছে ৭২০ পিক্সেল এর। সিলভার রঙ এ পাওয়া যাবে উক্ত ল্যাপটপটি। আই নোটবুক ১৪(আই সি) তে দেওয়া হয়েছে ৪৬ ডব্লিউ এইচ এর ব্যাটারী এবং ৬৫ ওয়াটের ফাস্ট চার্জ সিস্টেম। ১০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দিবে এই ল্যাপটপটিতে। ০-৫০% চার্জ হতে সময় নিবে মাত্র ৩৫ মিনিট বিষয়টি আমার বেশ ভাল লেগেছে। অন্যান্য ল্যাপটপের মত এখানেও থাকছে ওয়াইফাই ৮০২.১১, ব্লুটুথ ৪.২, ইউ এস বি পোর্ট ৩.০ সহ থাকছে নানারকম সুবিধা।
এম আই নোটবুক ১৪(আই সি) ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতের মূল্য অনুযায়ী ৪৩,৯৯৯ রুপী যার বাংলাদেশী মূল্য ৫১,০০০ টাকা মাত্র।