স্মার্ট ফোন বিশ্বে ২০২১ এ লঞ্চ হতে যাচ্ছে ওয়ান প্লাস ৯ লাইট।আজকের এই আর্টিকেলটিতে আমি আপনাদেরকে এই ফোনের সকল ফিচার বিস্তারিতভাবে জানাবো। তাই দেরি না করে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই আর্টিকেল।
ডিজাইন ও বডি:
ফোনটির সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বিল্ড এর একটি ফোন। তবে দেখতে বেশ আকর্ষণীয় হবে। এর বডি ডাইমেনশন হচ্ছে ১৫৯.২*৭৪*৮.৬ এম এম।
ডিসপ্লে:
এতে থাকছে৬.৬৫ ইঞ্চির একটি ফুলএইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে। এর রেজুলেশন হলো ১৪৪০*৩১২০। পিপিআই ডেনসিটি হলো৫১৫।
অপারেটিং সিস্টেম:
অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ১০ যা রান করবে অক্সিজেন ও এস ১০.০ এর সাথে।
সিপিইউ:
আর প্রসেসর হিসেবে ফোনটিতে থাকবে কোয়ালকম স্নাপড্রাগণ ৮৫৫ প্লাস যা ৭ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর।জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো ৬৪০।
নেটওয়ার্ক:
ফোনটিতে থাকছে২ জি,৩ জি,৪ জি,৫ জি এবং ওয়াইফাই এর সাপোর্ট।
ভেরিয়েন্ট:
ফোনটি থাকছে দুইটি ভেরিয়েন্ট এর।৬,১২৮ এবং৮,২৫৬ এর মধ্যে।
সাউন্ড সিস্টেম:
ফোনটিতে থাকছে৩.৫, এম এম জ্যাক ,একটি অডিও জ্যাক এবং একটি লাউডস্পিকার।
ক্যামেরা:
এর পেছনের প্রাইমারি ক্যামেরা টি হল৪৮, মেগাপিক্সেল,৮ মেগা পিক্সেলের ম্যাক্রো সেনসর ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল একটি ডেপথ সেনসর ক্যামেরা এবং১৬ মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা।
ব্যাটারি :
ফোনটিতে থাকছে ৪০০ মিলি এম্পিয়ার এর একটি ব্যাটারি এবং ২০ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার।
কালার:
বাংলাদেশের বাজারে ফোনটি আসছে মাত্র একটি কালার ভেরিয়েন্ট এর। এটি হচ্ছে নীল রঙের।