বর্তমানে আমরা অনেকেই বিভিন্ন গ্যাজেটের সাথে পরিচিত। হতে পারে সেই গ্যাজেটগুলো অনেক দামী, আবার হতে পারে সেগুলো অনেক কম দামী। বিভিন্ন ধরনের গ্যাজেট, বিভিন্নভাবে জনপ্রিয়। এদের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় গ্যাজেটের নাম ‘ ড্রোন ‘। আমরা অনেকেই এর সাথে পরিচিত। অনেকে হয়তো সিনেমায় এটিকে দেখে চিনেছে, আবার অনেক হয়তো ইউটিউবে দেখে চিনেছে। বিশেষ করে যাদের চিন্তাধারা থাকে বিভিন্ন ভিডিওশ্যাুট বা সুন্দর কোনো ভিডিওগ্রাফি করা, তারা ড্রোনের সাথে খুব গভীরভাবে জড়িত। ভালো মানের ড্রোন, বাজারে অনেক রয়েছে৷ যেগুলোর চাহিদা বেশি, সাথ এর দামও। এরকম একটি দামী ড্রোন ব্র্যান্ডের নাম ‘ডিজেআই’।
‘ডিজেআই’ হচ্ছে একটি টেক ব্র্যান্ড। এই ব্র্যান্ড ড্রোন ছাড়াও আরও অনেক ধরনের গেজেট তৈরী করে। এই ব্র্যান্ড তাদের নতুন একটি ড্রোন নিয়ে এসেছে বর্তমান বাজারে। সেটার নাম হচ্ছে ‘মিনি ২’। এর আগেও এর একটি ভার্সন ছিলো। সেটার থেকে নতুন এই ড্রোনে অনেক কিছুই আপগ্রেড করে বাজারে নিয়ে এসেছে ‘ ডিজেআই ‘।
আজ এই ড্রোনটি নিয়েই থাকছে কিছু কথা। চলুন দেখে আসা যাক কি আছে এই আপগ্রেডেড ড্রোনেঃ
আনবক্সিং এ এই ড্রোনটি ছিলো একটি ব্যাগের মধ্যে। যেটা আপনি চাইলে নরমাল ব্যাবহারও করতে পারবেন। যাই হোক, পরে পাওয়া গেলো কাঙ্খিত ড্রোনটি। আরও থাকছে কয়েকটি প্রিপেইলার, স্ক্রু ড্রাইভার, জয়স্টিকস, চার্জিং অ্যাডাপটর, ব্যাটারী এবং রিমোট ।
এই ড্রোনে রয়েছে ৪কে ৩০এফপিএস ভিডিও রেকর্ডিং সিস্টেম, ১২মেগাপিক্সেলের ক্যামেরা, ২.৭’কে হাইপারলেপস, ৩১ মিনিটের ব্যাটারী ব্যাকআপ এবং ১০ কিঃমিঃ রেঞ্জের দূরত্ব পর্যন্ত রেকর্ডিং ক্যাপাসিটি।
‘ডিজেআই’ তাদের এই ড্রোনের ১২ মেগাপিক্সেলের এই ক্যামেরায় ব্যাবহার করেছে ‘সিএমওএস’ এর সেন্সর। যেটি ১/২.৩” সেন্সর। এই ক্যামেরার মোড হলো দুইটি। সেগুলো হচ্ছে অটো এবং ম্যানুয়াল। যেগুলো ভিন্ন ভিন্ন সময়ের জন্য শ্যূট করার ক্ষেত্রে ব্যাবহৃত হয়।
৪কে’র ভিডিও রেজুলেশনে থাকছে ৩৮৪০×২১৬০ @ ২৪/২৫/৩০এফপিএস। ২.৭কে’র ভিডিও রেজুলেশনে থাকছে ২৭২০×১৫৩০ @ ২৪/২৫/৩০/৪৮/৫০/৬০ এফপিএস।
ট্র্যাকিং ডিভাইস হিসেবে এই ড্রোনে ব্যাবহার করা হয়েছে ‘ফোকাসট্রাকে’র ট্র্যাকিং সিস্টেম। এই সিস্টেমের রয়েছে তিনটি মোড। সেগুলো হচ্ছে এক্টিভ ট্র্যাক, পয়েন্ট অফ ইন্টারেস্ট এবং স্পটলাইট।
‘ডিজে আই’ এবার তাদের এই আপগ্রেডেড ড্রোনে ফ্লাইং সিস্টেমে অনেকটা পরিবর্তন এনেছে। ড্রোনটিকে অনায়াসেই আধ ঘন্টা উড়ন্ত অবস্থায় ব্যাবহার করা যাবে। সব মিলিয়ে ৩১ মিনিট পর্যন্ত এটি উড়ন্ত অবস্থায় থাকতে পারবে৷
‘ডিজেআই’ এর নতুন আরেকটি আপগ্রেড, যেটা এই ড্রোনের দূরত্বকে অনেকটা পরিবর্তন করে দিয়েছে৷ এই ড্রোনটি ১০ কিঃমিঃ পর্যন্ত রেঞ্জের ছবি/ভিডিও এর নজরে আনতে পারবে এবং এটি সর্বোচ্চ ১২০ ফিট পর্যন্ত উপরে উঠতে সক্ষম। যেটা অসাধারন একটি বিষয়।
এই ড্রোনে রয়েছে শাটার স্পিড। যেটা ‘ইলেকট্রনিক শাটা এস’ যুক্ত।
‘ডিজেআই’ তাদের এই ড্রোনে আরও দিয়েছে ‘জিপিএস’। যেটা ম্যাপ স্ক্যান করতে পারবে। এই ড্রোনটির সম্পূর্ণ ওজন হচ্ছে ২৫০ গ্রাম। ড্রোনটির ট্রানসমিশনটেকনোলজিতে দেয়া হয়েছে ‘অসিইউ সিংক ২.০’ ভার্সন।
সব মিলিয়ে, এই ড্রোনটি অসাধারন একটি প্যাকেজ ছিলো। বর্তমানে বাংলাদেশে এখন এর দাম ৬০,০০০ টাকা।