এলন মাস্ক কে কিছুদিন আগেও আমরা সবাই এত ভালো ভাবে চিনতাম না । কিন্তু এখন তিনি বেশ জনপ্রিয় আমরা জানি ইলন মাস্ক স্পেসএক্স এবং টেসলার প্রতিষ্ঠাতা এবং সিইও তিনি বর্তমানে পৃথিবীর সর্ববৃহৎ ধনীদের মধ্যে ওপরে । এলন মাস্কের ইচ্ছা তিনি তার সম্পত্তির অর্ধেক ব্যয় করবেন মঙ্গলে বসবাসের জন্য এবং বাকি অর্ধেক ব্যয় করবেন পৃথিবীকে বাঁচার জন্য ।
এবার আসা যাক আসল প্রসঙ্গে টুইটারে তিনি এক টুইটে বলেছেন “ সেরা কার্বন ক্যাপচার প্রযুক্তির পুরষ্কারের জন্য । ১০০ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছি ”
তিনি তার পরবর্তী টুইটে আরো বলেছেন যে তিনি পরের সপ্তাহে সব বিস্তারিত আলোচনা করবেন যেখানে তিনি প্রতিযোগিতার বিষয় গুলি পরিষ্কার করবেন । সুতরাং এখনই এই ধরনের প্রতিযোগিতা কীভাবে কার্যকর হবে বা কোন প্রযুক্তি কী যোগ্যতা অর্জন করতে পারে তা এখনও পরিষ্কার নয়।
তবে সদ্য-শপথিত মার্কিন রাষ্ট্রপতি জো বিডেন বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তার সুস্পষ্ট পরিকল্পনায় কার্বন ক্যাপচার প্রযুক্তির বিকাশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
যদি এ ধরনের উন্নত প্রযুক্তি তৈরি হয় তবে আমরা এলন মাস্কের হাত ধরে এই পৃথিবীটাকে আবার সবুজ সুন্দর করে তুলতে পারব । আমি মনে করি এলন মাস্কের এ ধরনের পদক্ষেপ নতুন বিজ্ঞানীদের অনুপ্রেরণা যোগাবে । সবশেষে বলা যায় আপনিও জিতে নিতে পারেন ১০০মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় ৮৫০ কোটি টাকা ।