সম্প্রতি অনার ২ টি ল্যাপটপ একসাথে লঞ্চ করলো একটি হল অনার ম্যাজিকবুক ১৪ ২০২১ এবং অনার ম্যাজিকবুক ১৫ ২০২১ এর। উভয় ল্যাপটপ গুলোতেই দেওয়া হয়েছে উন্নত ফিচার। আজকে আমরা আলোচনা করব অনার ম্যাজিকবুক ১৫ ২০২১ এর। চীনে লঞ্চ করা হল এই ল্যাপটপের।
চলুন দেখে আসি অনার ম্যাজিকবুক ১৫ ২০২১ এর স্পেসিফিকেশনঃ
অনার ম্যাজিকবুক ১৫ ২০২১ ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ১৫.৬ ইঞ্চি বিশিষ্ট আই পি এস ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১০৮০X১৯২০ পিক্সেল। ১৬ঃ৯ অনুপাতে ৮৭ শতাংশ স্ক্রিন টু বডির অনুপাত। এবং এটির ওজন হবে মাত্র ১.৫৬ কেজি। এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ১১ তম জেনারেশন কোর আই ৭- ১১৬৫জি৭ প্রসেসর। এছাড়া থাকছে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি এস এস ডি স্টোরেজ। এখানে দেওয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.১, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউ এস বি টাইপ এ পোর্ট, ইউ এস বি টাইপ সি পোর্ট, অডিও, মাইক সহ অন্যান্য সুবিধা। ওয়্যারলেস এর স্পীড ২৪০০ এম বি পি এস এর ও বেশি হবে। ওয়েব ক্যামেরাটি থাকছে ৭২০ পি এর ক্যামেরা এতে খুব ভাল ভিডিও কলিং করা যাবে। অনার ম্যাজিকবুক ১৫ ২০২১ এ দেওয়া হয়েছে ৪২ ডব্লিউ এইচ আর ব্যাটারী এবং এতে ৭.৬ ঘন্টা ভিডিও প্লেব্যাক করা যাবে। উক্ত ল্যাপটপটি সিলভার রঙ এ পাওয়া যাবে।
অনার ম্যাজিকবুক ১৫ ২০২১ এর মূল্যঃ
অনার ম্যাজিকবুক ১৫ ২০২১ এর মূল্য ধরা হয়েছে চীনের মূল্য অনুযায়ী ৪,৬৯৯ সি এন ওয়াই যার বাংলাদেশী মূল্য ৬১,৪৯০ টাকা। চলতি মাসের ২৭ তারিখ থেকে এই ল্যাপটপটি ক্রয় করা যাবে।