বক্স খুললেই আপনি অবশ্যই আসল জিনিসটি পাবেন সেটি হল টিডব্লিউএস। এটি দেখতে কালো রঙের যেটা প্লাস্টিক বিল্ডের তবে এর কোয়ালিটি ভালো । এটা খুললে একটা প্রিমিয়াম না প্রিমিয়াম বলবো না তবে ওই রকম একটা ফিল পাওয়া যায় । বক্সটি খুললে একটা সুন্দর শব্দ হয় ।
বক্স টা খুলে আপনার প্রথমে যে কথাটি মনে হবে এটা একটু অন্যরকম আর পাঁচ-দশটা টিডব্লিউএস এর মত না । এর বিশেষত্ব হলো , এটাতে আপনি একটি ডিসপ্লে পাবেন যেখানে আপনি দেখতে পারবেন যে আপনার টিডব্লিউএস এ কত পারসেন্ট চার্জ আছে এবং এয়ারবাডস গুলো তে কত পার্সেন্ট চার্জ আছে । এটা একটি খুবই সুন্দর ফিচার , সাথে আপনারা এটা দিয়ে ফোন কে রিভার্স চার্জ করতে পারবেন । কম্পানি দাবি করছে এর মধ্যে দুই হাজার মিলিঅ্যাম্পেয়ারের একটি বড় ব্যাটারি রয়েছে। যেটা কিনা আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন । যেটা দিয়ে আপনার ফোনকে আপনি ২০ থেকে ৩০ পার্সেন্ট চার্জ দিতে পারবেন যদিও এটা সবসময় দেওয়ার জন্য না , আপনি কিছু কিছু ইমারজেন্সি টাইমে এই কাজটি করতে পারেন । সবথেকে বড় কথা এটা তে রয়েছে টাস কন্ট্রোলিং সিস্টেম যেটার মাধ্যমে আপনারা পজ-প্লে ইত্যাদি কাজ করতে পারবেন ।
এবার চলে আসা যাক এর পারফর্মেন্স নিয়ে এর পারফর্মেন্স আমার অনেক ভালো লেগেছে । এটার আওয়াজ কোনোভাবেই একটা ৯৫০ টাকার টিডব্লিউএস এর মত নয় । যে কেউ এটাকে পনেরশো থেকে দুই হাজার টাকার বলবে।এর সাউন্ড অনেক লাউড এবং ক্লিয়ার একই সঙ্গে আপনি কথাও বলতে পারবেন । এর মাইক্রোফোনের কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে ওপার থেকে কেউ বুঝতে পারবে না যে আপনি টিডব্লিউএস দিয়ে কথা বলছেন । এটাকে ফুল চার্জ করলে আপনি তিন থেকে চার ঘন্টা গান শুনতে পারবেন ঠিক সে রকম সময় ধরে কথাও বলতে পারবেন । এবার চলে আসা যাক আমাদের গেমার ভাইদের জন্য আমরা সবাই জানি যে টিডব্লিউএস আসলে গেমিং এর জন্য নয় । তারপরও এটা দিয়ে আপনারা গেম খেলতে পারেন , এটাতে খুবই সামান্য ল্যাটেন্সি রয়েছে ।
এটার যে জিনিসটা আমার পছন্দ হয়নি সেটা হল এর কালার টা যদিও আপনার কানের সাথে খুব একটা খারাপ মনে হবে না । এবং একে চার্জ করার জন্য দেয়া হয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট যেটা আসলে ২০২১ সালে এসে বেমানান তার পরেও কোনো টিডব্লিউএস এ কোনো সমস্যা হবে না ।
তো আমি বলব যাদের বাজেট কিনা এক হাজারের মধ্যে এবং যারা খুব বেশি ভলিয়্যুমে গান শোনেন অর্থাৎ বেস পছন্দ করেন তারা এটি কিনতে পারেন । এটা কিন্তু ইমারজেন্সিতে আপনার ফোনকে রিভার্স চার্জ করবে এবং যারা একইসঙ্গে ব্যাটারি ব্যাকআপ ভালো চাচ্ছেন তাদের জন্য এটি একটি ভাল টিডব্লিউএস হতে পারে । অভারঅল যদি বলা যায় এটি ৯৫০ টাকার বেস্ট টিডব্লিউএস ।