গ্রাহকদের তথ্য সুরক্ষার ব্যাপারে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল অন্যদের থেকে সবসময়ই একধাপ এগিয়ে থাকে। তাই অ্যাপলের প্রতিদ্বন্দ্বীরা যেখানে এখনো ফিঙ্গারপ্রিন্ট বেসড সিকিউরিটি নিয়ে ব্যস্ত, অ্যাপল সেখানে iPhone X থেকে হার্ডওয়ারে বেজড ফেস রিকগনিশন সিকিউরিটি ব্যবহার করে আসছে। তবে এর কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতাও আছে। মূলত মাস্ক পড়া অবস্থায় ব্যবহারকারীর চেহারা শনাক্ত করতে পারেনা সাধারণ ফেস রিকগনিশন প্রযুক্তি।
তাই অ্যাপল এবার এই প্রযুক্তিকে আরও একধাপ এগিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ‘পেটেন্টলি অ্যাপল’ এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপল সম্প্রতি নতুন এক ধরণের ফেস রিকগনিশন প্রযুক্তির পেটেন্ট আবেদন করেছে। এর আগে আইফোনে থ্রিডি ফেস ম্যাপিং প্রযুক্তি ব্যবহার করা হতো যেখানে লেজার ডট প্রজেক্টরের এর সাহায্য ব্যবহারকারীর চেহারার ত্রিমাত্রিক ছবি তোলা হতো।
যার ফলে ব্যবহারকারীর চশমা, দাঁড়ির কারণে চেহারা শনাক্তে কিছুটা বিলম্ব হয়। আর মাস্ক পড়া অবস্থায় এই প্রযুক্তি সম্পূর্ণ অকেজো হয়ে যায়। অ্যাপলের পেটেন্ট করা নতুন ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহারকারীর চেহারার ‘হিট ম্যাপ’ ব্যবহার করে কাজ করে থাকে। মানুষের মুখ, নাক এবং চোখের অঞ্চলের তাপমাত্রার ভিন্নতা থাকে। হিট ম্যাপিং প্রযুক্তি মূলত এই ভিন্নতাকেই ব্যবহার করে থার্মাল ক্যামেরার মাধ্যমে ছবি তোলে।
এই প্রযুক্তির সবথেকে ভালো দিক হলো মাস্ক পড়া অবস্থায়ও সমানভাবে কার্যকর এই ফেস রিকগনিশন নিরাপত্তা ব্যবস্থা। বর্তমান পরিস্থিতিতে এটিই ফেস আইডির সবথেকে ভালো বিকল্প হতে পারে বলে মনে করছেন অনেকেই। তবে কবে নাগাদ আমরা নতুন এই প্রযুক্তি বাণিজ্যিক ভাবে পরবর্তী আইফোনগুলোতে দেখতে পাবো সে সম্পর্কে এখনো তেমন তথ্য পাওয়া যায়নি।