বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যাপলের আইওএস। ফাস্ট রেস্পন্স, ক্লিন ডিজাইন, স্মুথ অপটিমাইজেশন ও টপ ক্লাস সিকিউরিটির কারণে বিশ্বজুড়ে বেশ সুনাম হয়েছে আইওএস এর। তবে কিছুদিন আগে আইওএ-এ তিনটি নিরাপত্তা ত্রুটি খুঁজে পাওয়া গেছে। যা ইউজারদের মারাত্মক হ্যাংকিংয়ের ঝুঁকিতে ফেলতে পারতো। যদিও এই ত্রুটিগুলো সম্পর্কে জানতে পেরে জানতে দেরি না করে পরবর্তীতে দ্রুত আইওএস এর সর্বশেষ ১৪.৪ সংস্করণ আপডেটে ত্রুটিগুলো ফিক্স করে দিয়েছে অ্যাপল।
মারাত্মক এই নিরাপত্তা ত্রুটির হাত থেকে রেহাই পেতে আইফোন ও আইপ্যাডের ইউজারদেরকে তাদের আইওএস ভার্সনটি দ্রুত হালনাগাদ করে নেওয়ার পরামর্শ দিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। তবে আইওএস-এর ওই তিন নিরাপত্তা ত্রুটি যে গবেষকরা খুঁজে বের করেছেন, তাদের নাম গোপন রাখা হয়েছে। তবে গিজমোডোর প্রতিবেদনে বলা হয়েছে, এরকম একটি ত্রুটিটি আইওএস এর কার্নেলে রয়েছে। যা iPhone 6S ও পরবর্তী সংস্করণ, iPad Air 2020 ও পরবর্তী সংস্করণ, iPad Mini 4 ও পরবর্তী সংস্করণ এবং iPad Touch (৭ম প্রজন্ম) এ পাওয়া গেছে।
অ্যাপল বলছে, নিরাপত্তা ত্রুটিগুলোর ‘সক্রিয় সুযোগ নিয়ে থাকতে পারে হ্যাকাররা।’ এর মাধ্যমে অ্যাপল ডিভাইসে ম্যালিশাস সফটওয়্যার ঢুকিয়ে ফোনের নিয়ন্ত্রণ নিতে পারবে দ্রবিত্তকারীরা। এরই মধ্যে ত্রুটিটি কাজে লাগিয়েছে হ্যাকাররা এমন অভিযোগও এসেছে অ্যাপলের কাছে। ‘ওয়েবকিট’-এ একটি ত্রুটির কথাও উল্লেখ করেছে গিজমোডো। এর মাধ্যমে দূর থেকেই বিধিবহির্ভূত কোড কার্যকর করতে পারবেন একজন হ্যাকার। এ ত্রুটি ব্যবহার করেছে হ্যাকাররা – এমন অভিযোগ এসেছে অ্যাপলের কাছে।