ফুজিফিল্ম একটি জনপ্রিয় ক্যামেরা ব্র্যান্ড। বহু বছর ধরে বিশ্বস্ততার সাথে আমাদের সার্ভিস দিয়ে আসছে এই ক্যামেরা ব্র্যান্ডটি। সেই ব্র্যান্ডের এবার সংযোজন করা হল ফুজিফিল্ম জিএফক্স ১০০এস ক্যামেরাটির। সম্প্রতি লঞ্চ হয়ে গেল এই ক্যামেরাটির। চলুন দেখে আসা যাক কি কি থাকছে এই ক্যামেরাটিতে।
ফুজিফিল্ম জিএফক্স ১০০এস ক্যামেরাটির ওজন হবে মাত্র ৯০০ গ্রাম এবং এই ক্যামেরাটি হবে মিররলেস। এটিতে দেওয়া হয়েছে ১০২ মেগাপিক্সেল এর সেন্সর এবং যার রেজুলেশন হবে ৪৩.৮X৩২.৯ মিলিমিটার। এই ক্যামেরাতে রেকর্ড করা যাবে ৪:৩ অনুপাতে ১১,৬৪৮X৮৭,৩৬ পিক্সেল এবং ফটো তোলা যাবে ১৬:৯ অনুপাতে ১১,৬৪৮X৬৫,৫২ পিক্সেল। এছাড়া এটির আই এস ও রেঞ্জ এ রেকর্ডিং হবে ১০০ থেকে ১২,৮০০ এবং ফটোতে আই এস ও রেঞ্জ হবে ২০০ থেকে ১২,৮০০। ফুজিফিল্ম জিএফক্স ১০০এস তে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ফোকাল প্লেন এ শুটার, সিঙ্গেল, কন্টিনিউয়াস, ম্যানুয়াল অপশন রয়েছে। এখানে ৩.২ ইঞ্চি বিশিষ্ট এল সি ডি টাচ ডিসপ্লে দেওয়া হয়েছে ৩.৬৯ মিলিয়ন ডট এবং ০.৫ ইঞ্চি ওএল ইডি ভিউফাইন্ডার রয়েছে । ফুজিফিল্ম জিএফক্স ১০০এস ক্যামেরাতে ২৯.৯৭ এফ পি এস এ ১২০ মিনিট ৪কে ফুটেজে রেকর্ড করতে সক্ষম এবং ফুল এইচ ডি মোডে ৫৯.৯৪ এফ পি এস এ ১২০ মিনিট রেকর্ড করতে সক্ষম। এখানে আরো দেওয়া হয়েছে ১৯ টি মোড। উক্ত ক্যামেরাটিতে ওয়াইফাই , ব্লুটুথ ৪.২, ৩.৫ মিলিমিটার মাইক্রোফোন , ২.৫ মিলিমিটার রিমোট রিলিজ কানেক্টর এবং ইউ এস বি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে । এস ডি কার্ড, এস ডি এইচ সি কার্ড, এস ডি এক্সসি কার্ড , ইউ এইচ এস ১, ইউ এইচ এস২, ভিডিও স্পীড ক্লাস ভি৯০ সাপোর্ট করবে।
ফেব্রুযারী মাসেই এই ক্যামেরাটি পাওয়া যাবে এবং এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,৯৯৯ ইউ এস ডলার যার বাংলাদেশী মূল্য হবে ৫০,৮,৩৮৬ টাকা।