আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কম দামে গেমিং ল্যাপটপ খুজছেন।তাদের জন্য আজকের এই রিভিউ টি।আজকে আমরা কথা বলব আসুস এর টাফ সিরিজের গেমিং ল্যাপটপ আসুস টাফ এফএক্স৫০৫ডিটি ।তো চলুন যেনে নেয়া যাক ল্যাপটপ টি সম্পর্কে।
বিল্ড কোয়ালিটিঃ-
যেহুতু এটি একটি গেমিং ল্যাপটপ তাই এর বিল্ড কোয়ালিটি অনেক শক্ত পোক্ত।।এই ল্যাপটপটির সম্পুর্ন বডি মেটাল ফ্রেমে তৈরি।ল্যাপটপটির বডি ডাইমেনশন 360.4 x 262.0 x 25.8 মিলিমিটার।এর ওজন ২.২কেজি।ল্যাপটপটি বাজারে পাওয়া যাবে শুধু মাত্র গান মেটাল কালারে।
প্রসেসর এবং জিপিইউঃ
এতে দেয়া হয়েছে এএমডি রাইজেন ৫ ৩৫৫০এইচ প্রসেসর।এটি ১২ ন্যানো মিটারের একটি প্রসেসর।যার বেস ক্লক ২.১গিগা হার্জ থেকে শুরু করে৩.৭ গিগাহার্য।এই প্রসেসরে আছে ৬এম্বি স্মার্ট মেমোরি ক্যস।এই প্রসেসরে আছে ৪কোড় এবং ৮টি ট্রেড।এই প্রসেসর এর জিপিইউ হিসেবে থাকছে এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১৬৫০।এটি ৪জিবি ডিডিআর ৫ এর গ্রাফিক্স।
ডিসপ্লেঃ
এতে দেয়া হয়েছে ১৫.৬ইঞ্চির এফএইচডি আইপিএস ম্যাট এলিডী ডিসপ্লে।এই ডিসপ্লে এর রেজুলেশন ১৯২০*১০৮০।এই বাজেটে বলা চলে ডিসপ্লে টী অসাধারন।এতে ব্যবহার করা হয়েছে অ্যান্টিগ্ল্যার প্রযুক্তি।
র্যা ম এবং স্টোরেজঃ
এতে থাকছে ৮জিবি ডিডিয়ার ৪ ২৬৬৬ মেগা হার্য এর একটি র্যাাম।স্টোরেজ হিসেবে এতে দেয়া হয়েছে ১টিবি হার্ড ড্রাইভ।
নেটওয়ার্ক এবং ওয়ারলেস কানেক্টিভিটীঃ
এতে থাকছে ডুয়েল ব্যান্ড ওয়াই ফাই রিসিভার।ব্লুটূথ ৫.০
ইনপুট ডিভাইসঃ
এতে থাকছে ফুল আরজিবি কি-বোর্ড।ব্লিট ইন টাচ প্যাড .২মেগাপিক্সেলের ওয়েব ক্যাম দেয়া হয়েছে এতে।আরো থাকছে টিএফ কার্ড রিডার।
পোর্টস,কানেক্টরস এবং স্লটসঃ
এতে থাকছে একটা ইউএসবি ২.০ পোর্ট,ইউএসবি ৩.১ টাইপ ছি এর একটি পোর্ট।ডিসপ্লে কানেক্ট করার জন্য থাকছে একটী এইচডি এমাই পোর্ট।সাথে আছে একটি অডিও কম্ব জ্যাক। এতে আলাদা র্যাডম এবং এমডট২ এনভিএমি এসএসডি লাগানোর স্লট আছে।তাই ব্যবহারকারী চাইলে যেকোন সময় এগুলো আপগ্রেড করতে পারবে।
ব্যাটারিঃ
৩প্যাকের ইম্বেডেড পলিমার স্মার্ট লিথিয়াম -লন ব্যাটারি আসুস তাদের সাইটে
বলেছে এতে ওয়ার্ক মুড এ ৪ঘন্টার বেশি ব্যাকাপ পাওয়া যাবে।ওয়েব ব্রাওজিং এ ৪ঘন্টা ২০ মিনিট ব্যাকাপ এর কথা বলা হয়েছে।
স্পিকারঃ
এতে দেয়া হয়েছে ডব্লি ভিশন হারমান কার্ডার এর দুটি অডিও স্পিকার।সাথে গেমিং এর জন্য থাকছে ভাল মানের একটি হেডফোন।
ওয়ারেন্টি ও দামঃ
এতে থাকছে ২বছরের ম্যানুফাকচারিং ওয়ারেন্টি। বাংলাদেশে এই ল্যাপটপটির দাম ৭৮হাজার টাকা।