স্যামসাং এর ল্যাপটপ গুলো স্যামসাং এর মোবাইল্গুলোর মতই জনপ্রিয়। স্যামসাং এবার নতুন সংযোজন করল স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স আলফা ল্যাপটপটির। এটি হতে চলেছে সুপার লুকিং এবং বেশ স্লিম একটি ল্যাপটপ। একনজরে দেখে নেওয়া যাক কি কি থাকছে এই ল্যাপটপে।
স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স আলফা ল্যাপটপটির ওজন হবে মাত্র ১.১৯ কেজি এবং এর আয়তন হবে ৩০৪.৯X২০২.০X১৩.৯ মিলিমিটার। এখানে দেওয়া হয়েছে ১৩.৩ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১৯২০X১০৮০ পিক্সেল। এখানে থাকছে ইন্টেল কোর ১০ম জেনারেশন প্রসেসর। উক্ত ল্যাপটপটি ২ টি ভেরিয়েন্টে পাওয়া যাবে তার একটিতে দেওয়া হয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি এস এস ডি স্টোরেজ এবং অপরটি ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। এছাড়া গ্রাফিক্স দেওয়া হয়েছে ইন্টেল ইউ এইচ ডি গ্রাফিক্স। শুধুমাত্র সিলভার রঙ এ পাওয়া যাবে ল্যাপটপটি। এখানে দেওয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৪.১, ইউ এস বি টাইপ এ পোর্ট, ইউ এস বি টাইপ সি পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অডিও, ডুয়েল মাইক সহ অন্যান্য সুবিধা। ওয়েব ক্যামেরাটি ফুল এইচ ডি ক্যামেরা এতে খুব ভাল ভিডিও কলিং করা যাবে। ৭২০ পি তে ভিডিও তে কথা বলা যাবে ওয়েব ক্যামেরাতে। এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ৫৪ ডব্লিউ এইচ এর ব্যাটারী যার ব্যাকআপ অতুলনীয়। ১৭.৫ ঘন্টা ব্যাটারি লাইফ দিবে এক চার্জ এ। বেশ ভালই হবে ব্যাটারিটি।
স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স আলফা এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী ৫৯,৪১১ রুপী যার বাংলাদেশী মূল্য হবে ৬৮,৬৬৪ টাকা।