লাভা মোবাইল সব সময় কম বাজেটের সেরা ফোন তৈরি করে থাকে । এই ফোন গুলো মূল্যে কম হলেও অসাধারণ ফিচার দিয়ে থাকে। আজকে আমরা আলোচনা করব লাভা মোবাইলের সংযোজন লাভা জেড ৬ মোবাইলটি নিয়ে। চলুন মূল্ আলোচনায় যাওয়া যাক।
ডিসপ্লেঃ
এই মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৫১ ইঞ্চি বিশিষ্ট এইচ ডি + ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ৭২০X১৬০০ পিক্সেল। স্ক্রিন টু বডির অনুপাত হবে ৮২.১ শতাংশ।
বডিঃ
এই মোবাইলটির আয়তন হবে ১৬৪.৫X৭৫.৮X৯ মিলিমিটার। এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে এবং সিমগুলো হবে ন্যানো সিম।
হার্ডওয়্যার:
লাভা জেড ৬ এর চিপসেট দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫ । সি পি ইউ থাকছে অক্টাকোর ২.৩ গিগাহার্জ প্রসেসর। জিপি ইউ থাকছে আই এম জি পাওয়ার ভি আর জি ই ৮৩২০। এই ফোনটিতে দেওয়া হয়েছে ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি ফোন স্টোরেজ। অতিরিক্তভাবে ৫১২ জিবি স্টোরেজ ব্যবহার করা যাবে। উক্ত ফোনটিতে হাই রেজুলেশনের গেম খেলা এবং হাই কোয়ালিটির ভিডিও স্ট্রিমিং করা যাবে খুব সহজে। এখানে এইচ ডি আর মোড, প্যানোরামা, নাইট এবং টাইম লেপ্স এর অপশন আছে তাই টিকটক করার জন্য এই মোবাইলটি হবে সেরা। ফোনটিতে ব্যাবহার করা হয়েছে অ্যান্ড্রোয়িড ১০। মোবাইলটি ৪জি বিশিষ্ট হবে। এবং টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে ফোনটিতে, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক,
৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুথুথ ৫.০, ওয়াইফাই সহ যাবতীয় সুবিধা। ভিভো ওয়াই ৫১ এ তে দেওয়া হয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারী এবং ফাস্ট চার্জের সুবিধা তো মিলবেই । নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে এই ফোনটিতে দেওয়া হয়েছে গরিলা গ্লাস ৩।
ক্যামেরাঃ
লাভা জেড ৬ তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ। যার প্রাথমিক ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেল ,৫ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরাটি থাকছে ১৬ মেগাপিক্সেল এর। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি এর ভিডিও করা যাবে যা যেকোন ক্যামেরার বিশেষ গুণ থাকা উচিত।
লাভা জেড ৬ মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী ৯,৯৯৯ রুপী। যার বাংলাদেশী মূল্য হবে ১১,৬০০ টাকা। কম বাজেটের ফোন অনুযায়ী ফোনটির অসাধারণ দেওয়া হয়েছে।