আপনার শোয়ার কিংবা বসার ঘরের সৌন্দর্য বাড়াতে বাজার থেকে একটি স্মার্ট ঘড়ি কিনে আনলেন। সে ঘড়ি যদি আপনাকে ডিজিটাল ফটোফ্রেমের সুবিধা দেয়, তবে কেমন হবে? এমনই টু-ইন-ওয়ান স্মার্ট ঘড়ি ও ডিজিটাল ফটোফ্রেম বাজারে এনেছে শাওমি।
রেডমি নোট ৯টি ও মি ৯টি নামের এ স্মার্ট ঘড়িতে রয়েছে ৩ দশমিক ৯৭ ইঞ্চির ফুল-কালার টাচস্ক্রিন। রয়েছে ১ দশমিক ৫ ইঞ্চি ফুল ফ্রিকোয়েন্সি স্পিকার। ওয়াই-ফাই ও ব্লুটুথ সংযোগসহ এ স্মার্ট ডিভাইসে ১ জিবি র্যাম ও ৪ জিবি অনবোর্ড মেমোরি রয়েছে। গুগল অ্যাসিস্ট্যান্ট সমর্থনযোগ্য ডিভাইসটি একাধারে সময় দেখাবে, অ্যালার্ম দেবে, ডিজিটাল ছবি প্রদর্শন করবে, ক্যালেন্ডার ও তাপমাত্রা প্রদর্শন করবে।
গত জানুয়ারিতে ইউরোপের বাজারে স্মার্ট এ ডিভাইসটি ছেড়েছে চীনা টেলিকম জায়ান্ট শাওমি। অল্প সময়ের মধ্যে এশিয়া ও উত্তর আমেরিকার বাজারেও এ স্মার্ট ঘড়ি আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।