বর্তমানে বহুরকম ডিজাইনের ইয়ারফোন তৈরি করা হচ্ছে এবং এইগুলোর বহুরকম নাম দেওয়া হচ্ছে। একেকগুলোর একেক রকম প্রযুক্তি দিয়ে তৈরি করা হচ্ছে কিন্তু এর চাহিদা বেড়েই চলেছে। ইয়ারফোন বর্তমানে একটি শিল্প হয়ে উঠেছে। এবার লঞ্চ করা হল বোট রকার্জ ২৫৫ প্রো+ ওয়্যারলেস ইয়ারফোনের। সম্প্রতি ভারতে লঞ্চ করা হল এই ইয়ারফোনটির। চলুন দেখে আসা যাক উক্ত ইয়ারফোনটির স্পেসিফিকেশন।
বোট রকার্জ ২৫৫ প্রো+ এই ইয়ারফোনটির ডিজাইন করা হয়েছে নেকব্যান্ড এর মত। এই ইয়ারফোনটিতে চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম এবং ব্লুটুথ দেওয়া হয়েছে ৫। এখানে অনেক উচ্চ রেজুলেশনের শব্দ সমর্থন করবে। ভাল সাউন্ড দেওয়ার জন্য বাইরের শব্দ রোধ করবে এবং ভিতরের শব্দ পরিষ্কারভাবে শুনতে সহায়তা করবে। চার্জের জন্য দেওয়া হয়েছে এখাবে ইউ এস বি টাইপ সি পোর্ট । এছাড়া এখানে মাত্র ১০ মিনিট চার্জে ১০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক দিবে এবং এক চার্জে ৪০ ঘন্টা ব্যাটারি লাইফ দিবে। বোট রকার্জ ২৫৫ প্রো+ এ দেওয়া হয়েছে ১০ মিলিমিটার এর ড্রাইভারস। সবথেকে আশ্চর্য বিষয় হচ্ছে এই ইয়ারফোনটির সাথে দেওয়া হয়েছে জলপ্রতিরোধী ক্ষমতা। বিষয়টি আমার খুব ভাল লেগেছে। ৩ টি রঙ এ পাওয়া যাবে এই ইয়ারফোনটি এবং সেগুলো হল অ্যাক্টিভ ব্ল্যাক, নেভি ব্লু এবং টিল গ্রীন।
বোট রকার্জ ২৫৫ প্রো+ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী ১,৪৯৯ রুপী যার বাংলাদেশী মূল্য হবে ১,৭৫০ টাকা।