নোট সিরিজের নতুন ফোন আনছে শাওমি। এই ফোনের মডেল হতে পারে রেডমি নোট ১০। একই সিরিজে নোট ১০ প্রো মডেলও বাজারে আসবে। ফোন দুইটি বাজারে ছাড়ার আগে টেস্টিং করছে প্রতিষ্ঠানটি।
টেক-বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন সিরিজটির অনেকটাই বেশি দাম হবে। এই মডেলে থাকতে পারে ১২০ হার্জ এলসিডি ডিসপ্লে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২ জি চিপসেট থাকতে পারে।
এছাড়াও এতে ৬৪ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা থাকতে পারে এতে। ব্যাকআপের জন্য থাকবে ৫০৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।
রেডমি নোট ১০ সিরিজের ফোন ৬ ও ৮ জিবি র্যাম ভার্সনে বাজারে আসবে। এতে অ্যান্ড্রয়েড ১০ থাকতে পারে। ফাস্ট চার্জিয়ের সুবিধা থাকতে পারে এবং সঙ্গেই আরও একাধিক নতুন ও আকর্ষণীয় ফিচার থাকতে পারে বলে মনে করা হচ্ছে।