জলবায়ু সংকট মোকাবেলা করতে পারলে তা ‘মানবজাতির করা সবচেয়ে চমৎকার কাজ’ হবে বলে মনে করেন মাইক্রোসফট-এর সহপ্রতিষ্ঠাতা ও বিলিয়নেয়ার বিল গেটস। তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবেলা করার চেয়ে কোভিড-১৯ মহামারীকে মোকাবেলা ‘অনেক, অনেক বেশি সহজ’।
সম্প্রতি বিল গেটস জলবায়ু সচেতনতা বাড়াতে ‘ফিফটি ওয়ান বিলিয়ন অ্যান্ড জিরো’ নম্বর দুটি সম্পর্কে জানতে হবে বলে মন্তব্য করেন। খবর বিবিসি।
বিল গেটস বলেন, এখানে ‘ফিফটি ওয়ান বিলিয়ন’ বলতে বোঝায় প্রতি বছর বিশ্ব পরিবেশে কত টন গ্রিনহাউজ গ্যাস যুক্ত করছে। আর ‘জিরো’ হলো আমাদের শেষ কোথায়। অর্থাৎ আমাদের কার্বন নিঃসরণ কমাতে হবে। এর কার্যকর উপায় হতে পারে গাছ লাগানো।
‘জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যার সমাধানে দরকার উদ্ভাবন এবং বিভিন্ন দেশের সরকার বিষয়টি নিয়ে কাজ করছে। তবে জলবায়ু ইস্যুতে বিশ্বসম্প্রদায়কে আরো আন্তরিক এবং একত্রে কাজ করতে হবে।’
তিনি বলেন, জলবায়ু সংকটের মাত্রাকে অবজ্ঞা করা উচিত হবে না। আগামী ৩০ বছরের মধ্যে আমরা যেসব পরিবর্তন আনার কথা বলছি সেগুলো আমরা কখনওই পূরণ করতে পারব না। এমন কোনো নজির এখনো নেই।
প্রতি বছর ৫১ বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড (গ্রিন হাউজ গ্যাস) পৃথিবীর বায়ুমণ্ডলে জমা হয়। আমাদেরকে সেটি সম্পূর্ণ শূন্যে নামিয়ে আনতে হবে। তার অর্থ, কার্বন নিঃসরণ এমন মাত্রায় কমিয়ে আনতে হবে যাতে বাকি যেটুকু থাকে সেগুলো বায়ুমণ্ডল শোষণ করে নিতে পারে। এর একটি উপায় হতে পারে বেশি করে গাছ লাগানো। গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে।
বিবিসির সাক্ষাৎকারে গেটস বলেন, অবশ্যই বৈদ্যুতিক গাড়ির ভবিষ্যৎ রয়েছে। যদিও এখন অল্পসংখ্যক বৈদ্যুতিক গাড়ি বিক্রি হচ্ছে। ২০৩৫ সালের মধ্যে জেনারেল মোটর্সের জীবাশ্ম জ্বালানিচালিত সব গাড়ি বানানো বন্ধ করার পরিকল্পনা রয়েছে বলেও উদ্ধৃতি দিয়েছেন তিনি। নতুন শক্তির উৎস হিসেবে গেটসের পারমাণবিক শক্তি সবচেয়ে বেশি পছন্দ বলেও জানিয়েছেন তিনি। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যেহেতু নিরাপদ এবং সস্তা হচ্ছে, সেহেতু এটির ভূমিকা থাকতে পারে। কারণ এটি সব সময় পাওয়া যায়, আবহাওয়া যা-ই হোক।
সম্প্রতি ‘হাউ টু অ্যাভয়েড ক্লাইমেট ডিজাস্টার: দ্য সলিউশন উই হ্যাভ অ্যান্ড দ্য ব্রেকথ্রুস উই নিড’ নামে একটি বই প্রকাশ করেছেন বিল গেটস। বইটিতে এক দশকের বেশি সময় ধরে বিশেষজ্ঞদের সঙ্গে জলবায়ু পরিবর্তন নিয়ে পড়াশোনা করে গেটস যা কিছু জানতে পেরেছেন এবং এ সমস্যা সমাধানে উদ্ভাবনে বিনিয়োগের বিষয়গুলো তুলে ধরেছেন