নিজেদের অফিস অ্যাপসের দুটি নতুন সংস্করণ আনছে মাইক্রোসফট। বছরের দ্বিতীয়ার্ধেই ম্যাক এবং উইন্ডোজ সংস্করণের জন্য চলে আসবে অফিস ২০২১, এবং অফিস এলটিএসসি।
নতুন অফিস অ্যাপটি শুধু একবার কিনলেই হবে, মাইক্রোসফট ৩৬৫ সাবস্ক্রিপশনের ঝামেলা থাকছে না। এখনও নতুন ফিচারের ব্যাপারে বিস্তারিত জানায়নি নির্মাতা প্রতিষ্ঠানটি।
তবে, মাইক্রোসফট বলছে, অফিস ২০২১ এবং অফিস এলটিএসসি-কে পাঁচ বছরের জন্য সমর্থন দেবে তারা।
প্রযুক্তিবিষয় সাইট দ্য ভার্জের প্রতিবেদন বলছে, অফিস এলটিএসসি সংস্করণে ডার্ক মোড সমর্থন এবং উন্নত অ্যাকসেসিবিলিটি চোখে পড়বে যার অধিকাংশই পরে ভোক্তা সংস্করণেও চোখে পড়বে।
প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, নতুন অফিস অ্যাপসের ভোক্তা সংস্করণটির দাম বাড়ানোর পরিকল্পনা নেই মাইক্রোসফটের।
এ ছাড়াও অফিস ২০২১ এবং অফিস এলটিএসসি এর সঙ্গে ‘ওয়াননোট’ সংযুক্ত থাকবে। এতে করে স্টাইলাস দিয়ে সরাসরি লিখে নেওয়া যাবে অফিস অ্যাপেই। দুটি সংস্করণই ৩২ বিট ও ৬৪ বিটে আসবে।