এতদিন স্যামসাং স্মার্টওয়াচে টাইজেন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হতো। এবার বাজারে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টওয়াচ আনছে স্যামসাং।
আইস ইউনিভার্স নামের এক টিপস্টার এই তথ্য জানিয়েছে।
এতদিন স্যামসাংয়ের টাইজেন অপারেটিং সিস্টেম সম্বলিত ওয়াচ তৈরি করেছে। স্যামসাং দাবি করছে টাইজেন অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েডের চেয়েও উন্নততর।
অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টওয়াচ বাজারে আনার বিষয়ে স্যামসাং আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।