মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথম গবেষণা ও উন্নয়ন কন্দ্র খুলেছে ডেল টেকনোলজিস। পাঁচ কোটি মার্কিন ডলার খরচে সিঙ্গাপুরে এই কেন্দ্রটি বানিয়েছে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।
বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের বাইরে প্রতিষ্ঠানের প্রথম এই গবেষণা ও উন্নয়ন কেন্দ্রটিতে এজ কম্পিউটিং, ডেটা বিশ্লেষণ এবং অগমেন্টেড রিয়ালিটিতে নজর দেবে ডেল।
ডেল-এর এশিয়া-প্যাসিফিক জাপানের প্রেসিডেন্ট আমিত মিধা বলেছেন, “মানুষের এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রযুক্তি দরকার।”
“ডিজিটাল সমাধান এবং নতুন প্রযুক্তি গ্রহণে উদ্বুদ্ধ করা, আমাদের পণ্য ও প্রক্রিয়া উদ্ভাবনী ব্যবস্থা শক্তিশালী করা এবং আমাদের মেধাবী কর্মীদেরকে অন্তর্ভুক্ত রাখার মাধ্যমে আমরা বিশ্বাস করি আমরা আরও নির্ভরযোগ্য, উন্নয়নশীল এবং স্থায়ী অর্থনীতির দিকে এগোচ্ছি।”
নতুন এই গবেষণা ও উন্নয়নের কেন্দ্রের জন্য নকশাবিদ ও ডেভেলপারসহ ১৬০টির বেশি নতুন ভূমিকায় কর্মীরা কাজ করবেন।
মিধা আরও জানিয়েছেন, করোনাভাইরাস মহামারী সব সংস্থায় বাসা থেকে কাজ করা কর্মীর সংখ্যা বাড়িয়েছে।
“কর্মীরা বাসা থেকে বা অফিসের বাইরে কাজ করলে কীভাবে উদ্ভাবন হতে পারে, সেই চিন্তা ফেলে দিতে সহায়তা করেছে এটি,” যোগ করেন মিধা।