দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের সারাদেশের সব গ্রাহকের লেনদেন এবার হবে বিকাশে। কেননা, এখন থেকে বিকাশ গ্রাহক ব্যাংক একাউন্ট থেকে ‘ট্রান্সফার মানি’ ও ‘অ্যাড মানি’ করতে পারবেন বিকাশ অ্যাপের মাধ্যমে।
বুধবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সেবার উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোনালি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিষয়ক সিনিয়র সচিব আসাদুল ইসলাম, সোনালী ব্যাংক চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং বিকাশের প্রতিষ্ঠাতা সিইও কামাল কাদির।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিকাশের কমিউনিকেশন বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম।
অনুষ্ঠানে মোবাইলে আর্থিক লেনদেন প্রযুক্তিটি আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহীতা এবং দ্রুততা নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী।
একইসঙ্গে আর্থিক খাতের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল লেনদেনে আর্থিক প্রণোদনা দেয়ার আহ্বান জানান জুনাইদ আহমেদ পলক।