স্মার্টফোন বিশ্বে টেকনো লঞ্চ করতে যাচ্ছে টেকনো স্পার্ক পাওয়ার ৩ এয়ার। আজকের আর্টিকেলে আপনাদেরকে এই ফোনটির যাবতীয় ফিচার সম্পর্কে জানব।জানাবো এই ফোনের ব্যাটারি, ডিসপ্লে এবং অন্যান্য ফিচার সম্পর্কে।তো চলুন দেরী না করে শুরু করা যাক আজকের এই আর্টিকেলটি।
নেটওয়ার্ক: এতে জিএসএম,এইচ এস পি এ এবং এল টি ই টেকনোলজি ব্যবহার করা হয়েছে ।
কালার: ফোনটি পাওয়া যাবে দুইটি কালার ভেরিয়েন্ট এ। একটি হল মিষ্টি গ্রে এবং আরেকটি হল ফ্যাসিনেটিং পার্পল।
ডিসপ্লে: এতে থাকছে ৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে।যার পিপিআই ডেনসিটি হল২৫৬। ডিসপ্লে রেজুলেশন হলো ৭২০*১৬৪০ পিক্সেল ।
অপারেটিং সিস্টেম: অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড১০যা রান করবে হাওস৬.১ এর সাথে। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক এমটি৬৭৬১ হেলিও যা ১২ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার ভিয়ার জি ই ৮৩২০।
মেমোরি: ফোনটি পাওয়া যাবে মাত্র একটি ভেরিয়েন্ট এই। তা হল ৩জিবি রেম এর সাথে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। সাথে থাকছে মাইক্রো এস ডি এক্স ডেডিকেটেড স্লোট ।
ক্যামেরা: এর ব্যাক সাইডে থাকছে ১৩ মেগাপিক্সেল এর একটি মেইন সেনসর ক্যামেরা,৫ মেগাপিক্সেল এর একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,২ মেগাপিক্সেল এর একটি ডেপথ সেনসর ক্যামেরা। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ৮ মেগা পিক্সেল একটি ক্যামেরা।
সাউন্ড সিস্টেম: এতে লাউড স্পিকার এর পাশাপাশি থাকছে ৩.৫৫ এমএম হেডফোন জাক।
ব্যাটারি এবং চার্জার: এতে থাকছে ৬০০০ মিলি এম্পিয়ারের একটি হিউজ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার।
সিকিউরিটি সিস্টেম: সিকিউরিটি সিস্টেম হিসেবে ফেস আনলক এর পাশাপাশি থাকছে সাইড মাইন্টেনড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
দাম: বাংলাদেশের বাজারে ফোনটির দাম হতে পারে ১২০০০ টাকার মতো।