কোভিড -১৯ হানায় হোম অফিসের ধাক্কায় গত বছর ফুলে-ফেঁপে উঠেছিল জুমের ব্যবসা। তবে এখন অফিস খুললেও এই প্রবৃদ্ধি কমবে না, বরং ৪০ শতাংশেরও বেশি বাড়বে। সবমিলিয়ে বিক্রি গিয়ে দাঁড়াবে তিনশ’ ৭০ কোটি ডলারে।
বছরের চতুর্থ প্রান্তিকের হিসাব প্রকাশ করে এমনটাই জানিয়েছেন ভিডিও কনফারেন্সিং সেবাদাতা প্রতিষ্ঠান জুমের প্রধান নির্বাহী এরিক ইউয়ান। তিনি বলেছেন, “বিশ্ব মহামারী থেকে উঠে দাঁড়াচ্ছে, আমাদের কাজ মাত্র শুরু হয়েছে।”
আর তার এই অনুমান জানানোর পর প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ছয় শতাংশেরও বেশি।
জুম জানিয়েছে, ২০২০ সালের শেষ তিন মাসে প্রতিষ্ঠানের বিক্রি ২০১৯ সালের তিন মাসের তুলনায় ৩৭০ শতাংশ বেড়ে ৮৮ হাজার দুইশ’ ৫০ কোটি ডলারে এসে দাঁড়িয়েছে।