তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন তথ্যপ্রযুক্তি খাতে নারীদের এগিয়ে নেওয়ার পাশাপাশি নারীর ক্ষমতায়নে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে গেছেন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা লুনা শামসুদ্দোহা।
প্রতিমন্ত্রী আজ ভার্চুয়াল প্লাটফর্মে বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি )র প্রতিষ্ঠাতা সভাপতি ও দোহাটেক নিউমিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহার স্মরণসভায় একথা বলেন ।
বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সরকারের ই-জিপি সিস্টেমসহ অন্যান্য প্রকল্পে লুনা শামসুদ্দোহার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বিগত ১২ বছরে আইটি ও আইটিএস খাতে সরকারের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রকে সম্মান ও মর্যাদার আসনে অধিষ্ঠিতকরনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য।
বিডব্লিউআইটি`র সভাপতি অধ্যাপক ড. লাফিফা জামালের সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শহীদ উল মুনীরসহ আইটি খাত সংশ্লিষ্ট নেতৃবর্গ বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন লুনা শামসুদ্দোহা অত্যন্ত বিনয়ী , পরিশ্রমী, নারী নেতৃত্ব ও শুধু সফল নারী উদ্যোক্তাই ছিলেন না, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীদের সম্পৃক্ত করার ক্ষেত্রে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি খাতে আইন প্রনয়ন থেকে শুরু করে কৌশলপত্র গ্রহণ, নীতিনির্ধারনী বেঠক, নতুন প্রকল্প ও উদ্যোগের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন লুনা শামসুদ্দোহা।
এছাড়াও শুধু মাত্র একজন আইটি উদ্যোক্তাই নয়, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের একজন সক্রিয় যোদ্ধা ও নেতা এবং আইসিটি খাতের নারী উদ্যোক্তাদের অনুকরণীয় দৃষ্টান্ত ছিলেন।
পরে ভার্চুয়ালি সংযুক্ত সকলেই লুনা শামসোদ্দুহার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।