গত বছর বিশ্বের ভাঁজযোগ্য বা ফোল্ডেবল ফোনের বাজারে নেতৃত্ব দিয়েছে স্যামসাং। গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। চলতি বছরও এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। খবর আইএএনএস।
বাজার বিশ্লেষক ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্টসের (ডিএসসিসি) এক প্রতিবেদনে দেখা গেছে, ২০২০ সালে ২২ লাখ ইউনিট ফোল্ডেবল ফোন বিক্রি করেছে স্যামসাং, যা মোট বাজারের ৮৭ শতাংশ।
ডিএসসিসির পূর্বাভাস, চলতি বছরেও ফোল্ডেবল ফোনের ৮১ শতাংশ এবং আয়ের ৭৬ শতাংশের নিয়ন্ত্রণ থাকবে স্যামসাংয়ের।
দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদ সংস্থা ইওনহাপের পূর্বাভাস, ২০২১ সালে ফোল্ডেবল ও ফ্লিপেবল ফোনের বাজার ৫১ লাখ ইউনিটে দাঁড়াবে, যা গত বছরের চেয়ে ১২৮ শতাংশ বেশি। এ ফোন বিক্রিতে আয় ১৩৭ শতাংশ বেড়ে ৮৬০ কোটি ডলারে দাঁড়াবে।
ডিএসসিসি বলছে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে বৈশ্বিক ফোল্ডেবল ফোনের বাজার লক্ষণীয়ভাবে সম্প্রসারিত হবে। বেশ কয়েকটি ফোল্ডেবল ফোনের মডেল চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ছাড়তে যাচ্ছে স্যামসাং। অন্তত তিনটি ফ্ল্যাগশিপ মডেল বাজারে নিয়ে আসবে তারা।
ফোল্ডেবল ফোনের ৪৯ শতাংশ দখলে রাখতে পারে স্যামসাংয়ের বুক টাইপ ডিভাইস যেমন স্যামসাং জি ফোল্ড টু। গত বছর যেখানে এ মডেলটির নিয়ন্ত্রণে ছিল ৩৯ শতাংশ।
ডিএসসিসি বলছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে অন্তত আটটি ব্র্যান্ডের ১২টি ভিন্ন ফোল্ডেবল ও রোলেবল স্মার্টফোন দেখতে যাচ্ছি আমরা। মোট বিক্রি ৩০ লাখ ইউনিট ছাড়াতে পারে।