জার্মানির মিউনিখে সিলিকন চিপ ডিজাইন কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এতে প্রায় ১২০ কোটি ডলার ব্যয় হবে। ইউরোপে তাদের সিলিকন ডিজাইন কেন্দ্র প্রতিষ্ঠার অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এটিকে অ্যাপলের কার্যক্রমের সম্প্রসারণ, গবেষণা এবং উন্নয়নের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। আগামী তিন বছরের মধ্যেই মিউনিখের এ নতুন কেন্দ্রে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারবে বলেও প্রত্যাশা প্রযুক্তি জায়ান্টটির। খবর রয়টার্স।
এরই মধ্যে মিউনিখে নিজেদের সবচেয়ে বড় প্রকৌশল কেন্দ্র স্থাপন করেছে অ্যাপল। সেখানে ৪০টি দেশের প্রায় ১ হাজার ৫০০ প্রকৌশলী কাজ করছেন। পাওয়ার ম্যানেজমেন্ট ডিজাইন, অ্যাপ্লিকেশন প্রসেসরস এবং ওয়্যারলেস টেকনোলজিতে কাজ করছেন তারা।
নতুন এ সেন্টারে নিয়োজিত হতে যাওয়া জনবল ফাইভজি ও অন্যান্য তারবিহীন প্রযুক্তি নিয়ে কাজ করবে বলে জানায় অ্যাপল। এটি সেলুলার ইউনিটে অ্যাপলের প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে ইউরোপের বৃহত্তম আর অ্যান্ড ডি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) সাইটটিতে মোবাইল ওয়্যারলেস সেমিকন্ডাক্টর সফটওয়্যার তৈরির সব সুযোগ-সুবিধা থাকবে।
২০১৮ সালে অ্যাংলো-জার্মান সিলিকন চিপ ডিজাইন প্রতিষ্ঠান ডায়ালগ সেমিকন্ডাক্টর ও অ্যাপলের মধ্যে ৬০ কোটি ডলারের একটি চুক্তি হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির ডিজাইন করা চিপ আইফোন ও অন্যান্য ডিভাইসে ব্যবহার করে অ্যাপল। সেই সূত্র ধরে সম্প্রতি মিউনিখে নিজস্ব সিলিকন ডিজাইন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেয় প্রযুক্তি জায়ান্টটি।