বর্তমান বিশ্বে স্মার্ট ওয়াচের চাহিদা বেড়েই চলেছে। বাজার দখল করার জন্য কোম্পানিগুলো ব্যস্ত সময় পার করছে। এবার খুব উন্নত ফিচারের সাথে নতুন স্মার্ট ওয়াচ আমাদের মাঝে আসছে এবং সেটি হল টিক ওয়াচ প্রো এস। গত বছর লঞ্চ করা হয়েছিল টিক ওয়াচ প্রো এর, এবার এটির আধুনিকায়ন করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই ওয়াচটিতে কি কি থাকছে।
টিক ওয়াচ প্রো এস তে দেওয়া হয়েছে ১.৩৯ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ৪০০X৪০০ পিক্সেল। কর্নিং গরিলা গ্লাস ৩ এর নিরাপত্তা দেওয়া হয়েছে এই ওয়াচটিতে। রাউন্ড শেপের ডায়াল হবে এটির। এই ওয়াচটিতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ওয়্যার এস ও সি। র্যাম দেওয়া হয়েছে ১ জিবি এবং স্টোরেজ দেওয়া হয়েছে ৪ জিবি যা একটি ফোনের সমতূল্য ফিচার। উক্ত ওয়াচটিতে দেওয়া হয়েছে ব্লুটূথ ৪.২, টিক এক্সারসাইজ ৩.০, টিক স্লীপ ২.০, টিক ব্রেথ, টিক হিয়ারিং এবং ভয়েস মেমো ফিচার। টিক ওয়াচ প্রো এস তে দেওয়া হয়েছে ৪১৫ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি যার লাইফ দিবে ৩০ দিন। এই বিষয়টি আমার খুব ভাল লেগেছে। এই ওয়াচটির একটি বিশেষ গুণ রয়েছে এবং সেটি হল এটি জল ও ধূলা প্রতিরোধী।
মূল্যঃ
টিক ওয়াচ প্রো এস এর মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী ১৯,০০০ রুপী যার বাংলাদেশী মূল্য হবে ২২,১৭০ টাকা মাত্র।