পুরানো অপারেটিং সিস্টেমের কিছু ফোনে পরিষেবা বন্ধ করে দিতে চলেছে ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। আইওএস ৯ এবং তারও আগের আইফোনগুলোতে আর চলবে না মেসেজিং সেবাটি।
অ্যানড্রয়েড ব্যবহারকারীরাও একই সমস্যার মুখোমুখি হবেন। ৪.০.৩ সংস্করণের নিচে যেসব অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম রয়েছে, সেসব স্মার্টফোনেও এবার বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ।
এদিকে, কোনো সমস্যা ছাড়াই অ্যাপটি ব্যবহার করতে হলে হোয়াটসঅ্যাপের অপারেটিং সিস্টেম আপডেট করতে হবে। আইওএস বা অ্যানড্রয়েড—উভয় ফোনেই আপডেট করতে হবে হোয়াটসঅ্যাপ।
এর আগে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণে যোগ করা হয়েছে ভয়েস এবং ভিডিও কলিংয়ের সুবিধা। এরই মধ্যে অসংখ্য ব্যবহারকারী আপডেটের মাধ্যমে ফিচারটির সুবিধা নিতে পারছেন।
ফেসবুকের মালিকানাধীন অ্যাপটি জানিয়েছে, ম্যাক এবং উইন্ডোজ ব্যবহারকারীরা বর্তমান সময়ে ওয়ান-টু-ওয়ান কলে কথা বলতে পারবেন। তবে গ্রুপকলের সুবিধা পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।