আসুস ল্যাপটপ বহুবছর ধরে আমাদের সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে। নতুন বছরে এসেও বেশ কয়টি ল্যাপটপ আমাদের মাঝে নিয়ে এসেছে আসুস। পূর্বের ল্যাপটপগুলো বেশ সুনাম অর্জন করেছে। আসুস এবার নতুন ল্যাপটপ সংযোজন করছে এবং সেটি হচ্ছে আসুস জেনবুক ১৩ ও এল ই ডি। এই ল্যাপটোপটি হতে চলেছে দুর্দান্ত। চলুন মূল আলোচনায় যাওয়া যাক।
চলুন এবার আলোচনা করা যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়েঃ
আসুস জেনবুক ১৩ ও এল ই ডি ল্যাপটপে দেওয়া হয়েছে ১৩.৩০ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি ডিসপ্লে। এই ল্যাপটপটির ওজন দেওয়া হয়েছে মাত্র ১.১১ কেজি এবং এর স্ক্রিন রেজুলেশন হবে ১৯২০X১০৮০ পিক্সেল। এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে এ এমডি রাইজেন ৭ ৫৭০০ ইউ প্রসেসর এবং র্যাম হবে ১৬ জিবি। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে এ এম ডি রেডিয়ন গ্রাফিক্স। এই ল্যাপটপটির হার্ড ডিস্ক দেওয়া হয়েছে ১ টিবি এস এস ডি। উক্ত ল্যাপটপটির র্যাম ক্লক স্পিড দেওয়া হয়েছে ৩৭৩৩ মেগাহার্জ। এছাড়া এই ল্যাপটপটির দেওয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.০, ২.০ পোর্ট, হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ইউ এস বি টাইপ এ পোর্ট ৩.২। এখানে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে উইন্ডোজ ১০। এইচ পি প্রো বুক ৪৭০ ল্যাপটপে দেওয়া হয়েছে ৬৭ ডব্লিউ এইচ আর এর ব্যাটারি। ল্যাপটপটির অত্যাধুনিক প্রযুক্তি আমার খুব ভাল লেগেছ।
আসুস জেনবুক ১৩ ও এল ই ডি এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ৯২,৬৭৭ টাকা।