চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ে স্বীকার করছে, মার্কিন নিষেধাজ্ঞায় তাদের মোবাইল ফোন ব্যবসা এখনো ধুঁকছে। জাতীয় নিরাপত্তার জন্য হুয়াওয়ের পণ্য ঝুঁকিপূর্ণ মনে করে ২০১৯ সালে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। খবর বিবিসি।
হুয়াওয়ের চেয়ারম্যান কেন হু যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার প্রভাবের বিষয়টি উল্লেখ করে বলেন, এ নিষেধাজ্ঞার কারণে কোম্পানির অনেক ক্ষতি হয়েছে।
হু জানান, ২০২০ সালে তাদের ব্যবসার ব্যাপক ক্ষতি হয়েছিল এবং কোম্পানির রাজস্ব অনেক কমে গিয়েছিল। নিষেধাজ্ঞার কারণে আমাদের জীবন অনেক কঠিন হয়ে পড়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের জুনে যুক্তরাষ্ট্র চীনের হুয়াওয়ে কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় বৈশ্বিক বাজারে তাদের স্মার্টফোন বিক্রি ৪০ শতাংশ কমে যায়। কিন্তু তারা দাবি করে, চীনের বাজারে তাদের স্মার্টফোন বিক্রি হচ্ছে এবং ২০২১ সালের মধ্যে তাদের ব্যবসা আবার চাঙ্গা হবে।
গত বছর চীনের বাজার থেকে হুয়াওয়ের সার্বিক আয় ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৭০ কোটি ডলারে। এর মধ্যে তাদের মুনাফা ৩ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৯০ কোটি ডলারে।
মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব থেকে ঘুরে দাঁড়াতে চিপ মজুদ করা এবং গবেষণা ও উন্নয়ন খাতে (আরঅ্যান্ডডি) বিনিয়োগ ও সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য নিয়ে আসছে হুয়াওয়ে। এছাড়া চীনে স্থানীয়ভাবে নিজস্ব প্রযুক্তিতে চিপ নির্মাণ করার চেষ্টা চালাচ্ছে বলেও জানা গেছে। অভ্যন্তরীণভাবে সবচেয়ে উন্নত চিপস নির্মাণ করা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নিয়েছে চীন।