ডোমেইন যেকোনো সাইটের প্রানভোমরা । যেকোনো সাইটে এক্সেস করতে হলে একটি ডোমেইন আবশ্যক । ডোমেইনের কোয়ালিটি বা ধরনের উপর মূলত নির্ভর করে একটি সাইটের মান বা বিশ্বস্ততা । পৃথীবির প্রায় অধিকাংশ সাইটে ব্যবহার করা হয়ে থাকে ডট কম ডোমেইন ।
তবে বেশ কিছু বিশেষ ডোমেইন রয়েছে যেগুলো নিয়ে প্রায় আমাদের মনে প্রশ্ন থাকে । তার ভেতর অন্যতম হলো ডট বিডি এক্সটেনশন । নাম শুনে বোঝা যায় এটি মূলত দেশী সাইট অর্থাৎ বাংলাদেশী সাইটের জন্য প্রযোজ্য । যেগুলো বিক্রয় বা তত্বাবধানের দ্বায়ীত্বে থাকে বিটিসিএল ।
চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত !
সচারচর বিডি ডোমেইনের ক্ষেত্রে ডট কম ডট বিডি বেশী ব্যবহৃত হয় । ডট বিডি আমাদের বাংলাদেশের Country Code Top Level Domain ডট কম ছাড়াও , ডট এডু , ডট গভ ( গভার্নমেন্ট) , ডট ও আর জি জুড়ে দেওয়া হয় ।
ডট কম ডোমেইন কিভাবে কিনতে হয়:
আপনি চাইলেই যেকোনো ডোমেইন সেবাদানকারী প্রতিষ্ঠানে গিয়ে ডট বিডি ডোমেইন ক্রয় করতে পারবেন না । এর জন্য অবশ্যই আপনাকে বিটিসি এল এর সাথে যোগাযোগ করতে হবে ।
পূর্বে ডট কম ডোমেইন কেনাটা খুব কষ্ট সাধ্য ব্যাপার ছিলো । কেননা তখন সরাসরী বাংলাদেশের বাংলাদেশ টেলিকমিনিকেশন্স কোম্পানি লিমিটেড এর প্রধান কার্যালয়ে গিয়ে ডোমেইন কিনতে হতো । একটি ফরম ফিল আপ করতে হতো । যার হতো হয়তো “ ঢেকির রক্ত, বাসাতের প্রান্তের” প্রয়োজন পড়ত । কেননা সেই সময়টাতে ওয়েব সাইট বিল্ড করা সোজা ব্যাপার ছিলো না । অনেক যাচাই বাছাই হতো । তার পর যদি তা অনুমোতি পায় তবেই তা ব্যবহার যোগ্য হতো ।
তবে এখন এতো খাটুনির অবসান ঘটেছে । চাইলেই বিটি সি এল এর ওয়েব সাইটে গিয়ে সহজ ফরম ফিল আপের মাধ্যমে আপনি আবেদন জানাতে পারেন ।
ডট বিডি ডোমেইন বিড়াম্বনাঃ
দিন যতো যাচ্ছে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । যার ফলে ফেসবুকের টার্গেট ছিলো বাংলাদেশে এসে নিজেদের ব্যবসা ঘাটি স্থাপন করা । যার জন্য প্রয়োজন ছিলো একটু ডট কম ডোমেইন । কিন্তু দুর্ভাগ্যবতস সেই ডোমাইন ২০০৮ সালে কিনে রেখেছে নাম মাত্র ইন্টারনেট সংযোগ সেবাদানকারী একটি প্রতিষ্ঠান । তবে শর্ত সাপেক্ষে বিক্রি করতে আগ্রহী হয় প্রতিষ্ঠানটি । যদিও দাম নির্ধারণ করা হয়েছে ৬১ কোটি টাকা । এই নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ গিয়ে দাড়িয়েছে আদালতে । যার মিমাংসা এখনো হয়নি ।