সম্প্রতিক সময়ে পোকো লঞ্চ করেছে ২০২১ সালের ফ্ল্যাগশিপ কিলার পোকো এক্স ৩ প্রো ! যেটি কিনা এখন অব্দি রিলিজ হওয়া ফ্লাগশিপ ফোন গুলোর মধ্যে সবচেয়ে ভালো পারফর্মেন্স দিয়েছে । মাত্র ছাব্বিশ হাজার টাকা বাজেটের এই স্মার্টফোনটির পারফরম্যান্স আর বাকি হাই বাজেটের ফোন গুলোর থেকে কোন অংশে কম নয়।
চলুন জেনে নেওয়া যাক কি কি থাকছে ফ্ল্যাগশিপ কিলার পোকো এক্স ৩ প্রো তে !
প্রথমে কথা বলা যাক ডিজাইন নিয়ে!
পোকোর এই ফোনটির সম্পূর্ণ বিল্ট পলিকার্বনেট। এটিতে ব্যবহার করা হয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট ।তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এবারের ফোনটিতে থাকছে না ডেডিকেটেড সিম স্লট। তার বদলে একটি অর্ডিনারি সিম স্লট ব্যবহার করা হয়েছে ।যদিও একহাতে ফোন ব্যবহার করাটা কিছুটা কষ্টসাধ্য ।কেননা এসেছে এমন একটি বড় ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ।তার সাথে এর ওজনটাও যথেষ্ট। বেশি তবে সব মিলিয়ে ডিজাইন কিন্তু মন্দ নয়।
পোকোর এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে ৬.৬ ইঞ্চির একটি ফুল আইপিএস এলসিডি ডিসপ্লে। তবে এই বাজেটে কিন্তু অন্য ফোনগুলো অ্যামোলেড ডিসপ্লে দিয়ে থাকে ।তবে সেই ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আনা হয়েছে ।ব্রাইটনেস বলতে গেলে যথেষ্ট ভাল ছিল। ডেলাইট ফোন ব্যবহার করলেও বেশ যথেষ্ট ভাল পারফরম্যান্স করে ।শার্পনেসের কোন ধরনের ঘাটতি লক্ষ্য করা যায়নি ।তবে যেহেতু এমোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়নি সেই ক্ষেত্রে কালার দুর্দান্ত কিছু না হলেও চালিয়ে নেওয়ার মতো বলা চলে।
এর পিপিআই ডেনসিটি ৩৯৫ । ও! আরেকটা কথা তো বলাই হয়নি। এই ফোনে ব্যবহার করা হয়েছে একটি সাইট ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ যেটাই ফিঙ্গারপ্রিন্ট সেটাই পাওয়ার বাটন।
কথা বলা যাক ক্যামেরা নিয়ে!
ফোনের রেয়ারে ব্যবহার করা হয়েছে একটি কোয়াড ক্যামেরা সেট আপ । যার মেইন ফোকাস ৮ মেগাপিক্সেল ।এর সাথে রয়েছে ৮ মেগাপিক্সেল এর একটি আল্ট্রা ওয়াইড এবং তার সাথে রয়েছে দুই মেগাপিক্সেলের ডেপথ এবং ২ মেগাপিক্সেল এর মাইক্রো সুটার । ডেলাইট এ ক্যামেরা যথেষ্ট ভালো পারফর্মেন্স করে। আপনি হয়তো ভাবছেন এরপরের কথাটি হবে লো লাইটে এ পারফরম্যান্স ডাউন হয়। তবে আপনার ধারণা কে ভুল প্রমাণিত করে বলতে বাধ্য হচ্ছি, পোকোর এই ফোনটি লো লাইটে যে পারফর্ম্যান্স করে তা রীতিমতো চমকে দেওয়ার মতো !
বেশ কয়েকটি ভ্যারিয়েন্টে এই ফোনটি লঞ্চ করা হয়েছে ।এবং এই ফোনের প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৬০ অক্টা কোর প্রসেসর। প্রসেসরটি পুরো ফ্ল্যাগশিপ লেভেলের ।যার ফলে মাল্টি টাস্কিনে বিন্দু মাত্র অসুবিধা হয়না । গেমিং পারফর্ম্যান্স এঁকো কথায় অসাধারণ !
ব্যাটারীঃ
ফোনে রয়েছে ৫১০০ এম এ আইচের একটি হিউজ ব্যাটারি । ফোনে রয়েছে ৩৩ ওয়াট এর ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পন্ন একটি চার্জার । ফোন চার্জ হতে সময় লাগে প্রায় এক থেকে দেড় ঘন্টা ।যেটি কিনা দুই দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।