চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে চিপ নির্মাণ প্রযুক্তি বিক্রি বন্ধে বাইডেন প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে মার্কিন কংগ্রেসে চীনের কট্টর সমালোচকরা।
টেলিকমিউনিকেশন পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের ব্যাপারে যে রকম সিদ্ধান্ত নেয়া হয়েছে, এক্ষেত্রেও তারা এমন সিদ্ধান্তের আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী গিনা রাইমনডো, প্রতিনিধি পরিষদের সদস্য মাইকেল ম্যাককাউল এবং সিনেটর টম কটনের সমন্বিত এক চিঠিতে বলা হয়, যদি কোনো চীনা প্রতিষ্ঠান ১৪ ন্যানোমিটার বা তার নিচে আধুনিক কোনো চিপ নির্মাণ করে, তাহলে হুয়াওয়ের মতো তাদের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। সম্প্রতি এ চিঠি জনসম্মুখে আসে।